পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: আপেক্ষিক রোধ পরিবর্তন হয় বস্তুর-

    A
    দৈর্ঘ্যের পরিবর্তনে

    B
    রোধের পরিবর্তনে

    C
    প্রসথচ্ছেদের পরিবর্তনে

    D
    উপাদানের পরিবর্তনে

    Note: Not available
    1. Report
  2. Question: বিচ্ছিন্ন আহিত পরিবাহীতে পৃষ্ঠে অবস্থিত আধানকে কী বলে?

    A
    বদ্ধ আধান

    B
    মুক্ত

    C
    স্থির তড়িৎ আধান

    D
    চলতড়িৎ আধান

    Note: Not available
    1. Report
  3. Question: স্থির তড়িৎ আধান চলাচলের জন্য পরিবহন পথের ব্যবস্থা করা হলে কিসের উদ্ভব হয়?

    A
    তড়িৎ তীব্রতা

    B
    তড়ি’ প্রাবল্যতা

    C
    তড়িৎ প্রবাহ

    D
    তড়িৎ বিভব

    Note: বিচ্ছিন্ন পরিবাহীতে আধান অবস্থান করলে তা চলাচল করতে পারে না। তখন এ আধানকে স্থির তড়িৎ আধান বলা হয়। এই আধানের চলাচলের জন্য পরিবহন পথের ব্যবস্থা করলে তা পরিবাহীতে আবদ্ধ না থেকে প্রবাহিত হতে ‍শুরু করে। এমনটি ঘটলে আমরা বলি, তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়েছে।
    1. Report
  4. Question: শূন্য মাধ্যমে কোনো পরিবাহীর যে কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1s-এ 1C আধান প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় তাকে কী বলে?

    A
    1 ভোল্ট

    B
    1 ওহম

    C
    1 অ্যাম্পিয়ার

    D
    1 ওহম মিটার

    Note: Not available
    1. Report
  5. Question: তড়িৎপ্রবাহ বলতে কিসের প্রবাহকে বুঝায়?

    A
    নিউক্লিয়াস

    B
    ইলেক্ট্রন

    C
    প্রোটন

    D
    নিউট্রন

    Note: Not available
    1. Report
  6. Question: কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে কী বলে?

    A
    রোধ

    B
    তড়িৎ প্রবাহ

    C
    তড়িৎ প্রাবল্য

    D
    তড়িৎ বলরেখা

    Note: Not available
    1. Report
  7. Question: বিভব পার্থক্যের মান কত হলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়?

    A
    0V

    B
    1V

    C
    2V

    D
    3V

    Note: Not available
    1. Report
  8. Question: কোনটি তড়িৎ প্রবাহের একক?

    A
    ভোল্ট

    B
    অ্যাম্পিয়ার

    C
    ওয়াট

    D
    জুল

    Note: Not available
    1. Report
  9. Question: তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য নিচের কোন তড়িৎ যন্ত্রটি ব্যবহৃত হয়?

    A
    ভোল্টমিটার

    B
    গ্যালভানোমিটার

    C
    অ্যামিটার

    D
    থার্মোমিটার

    Note: - ভোল্টমিটার- বর্তনীর যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য নির্ণয়ে ব্যবহৃত হয়। - গ্যালভানোমিটার- তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয়ে ব্যবহৃত হয়। - অ্যামিটার- বর্তনীর তড়িৎ প্রবাহ পরিমাপে ব্যবহৃত হয়। - থার্মোমিটার- বস্তুর তাপমাত্রা নির্ণয়ে ব্যবহৃত হয়।
    1. Report
  10. Question: গ্যালভানোমিটারের বিক্ষেপ কী নির্দেশ করে?

    A
    তকিড়ৎ বিভব

    B
    তড়িৎ তীব্রতা

    C
    তড়িৎ ক্ষেত্র

    D
    তড়িৎ প্রবাহ

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd