Note: * কোনো গতিশীল ব্সতুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করে তাহলে সেই গতিকে- পর্যাবৃত্ত গতি।
* ঘড়ির কাঁটার গতি, সূরযের চারদিকে পৃথিবীর গতি- পর্যাবৃত্ত গতি।
* কোনো বস্তু যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয় তবে তার গতিকে বলে- রৈখিক গতি।
Question: স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ঐ সময়ের-
A
সমানুপাতিক
B
বর্গের সমানুপাতিক
C
ব্যস্তানুপাতিক
D
বর্গের ব্যস্তানুপাতিক
Note: * কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে ভূমিতে পৌঁছায়- অভিকর্ষের প্রভাবে
* পড়ন্ত বস্তু সম্পর্কে তিনটি সূত্র প্রদান করেন- গ্যালিলিও
* বস্তুর ভরের ওপর নির্ভর করে না- অভিকবর্ষজ ত্বরণ
* মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ- সুষম ত্বরণ