পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: জেনারেটর কত প্রকার?

    A
    দুই

    B
    তিন

    C
    চার

    D
    পাঁচ

    Note: Not available
    1. Report
  2. Question: ওয়েরস্টেডের পরীক্ষায় ব্যবহৃত কম্পাসটি কোন দিকে মুখ করে থাকে?

    A
    উপর-নিচ

    B
    পূর্ব-দক্ষিণ

    C
    উত্তর-দক্ষিণ

    D
    পূর্ব-পশ্চিম

    Note: Not available
    1. Report
  3. Question: তড়িৎপ্রবাহের দিক পরিবর্তন করলে ওয়েরস্টেড-েএর পরীক্ষায় ব্যবহৃত কম্পাস কাঁটাটি কোন দিকে সরে যায়?

    A
    উত্তর-দক্ষিণ

    B
    প্রিথমে পশ্চিম পরে উত্তর

    C
    পূর্ব-পশ্চিম

    D
    উত্তর-পূর্ব

    Note: Not available
    1. Report
  4. Question: কোনো চোঙের উপর অন্তরীত তার পেঁচিয়ে তাতে তড়িৎ প্রবাহ চালিয়ে চৌম্বকক্ষেত্রকে ঘনীভূত ও শক্তিশালী করার ব্যবস্থাকে কী বলে?

    A
    মোটর

    B
    সলিনয়েড

    C
    ডায়নামো

    D
    ট্রান্সফর্মার

    Note: Not available
    1. Report
  5. Question: তড়িৎবাহী সলিনয়েডের চৌম্বকক্ষেত্র কোনটির চৌম্বকক্ষেত্রের মত?

    A
    U-আকৃতির চুম্বক

    B
    দন্ড চুম্বক

    C
    তড়িৎবাহী সোজা তার

    D
    একটি স্বতন্ত্র চুম্বক মেরু

    Note: একটি তারকে পেঁচিয়ে কয়েল বা কুন্ডলী তৈরি করে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে কয়েলটি চুম্বকের ন্যায় আচরণ করে। এরকম কুন্ডলীকে সলিনয়েড বলে। সলিনয়েডের চৌম্বকক্ষেত্র অনেকটা দুন্ড চুম্বকের চৌম্বকক্ষেত্রের মত আচরণ করে।
    1. Report
  6. Question: তড়িৎ চৌম্বকক্ষেত্র ঘনীভূত করার কৌশল কোনটি?

    A
    তড়িৎবাহী তারের দৈর্ঘ্য ‍বৃদ্ধি করে

    B
    তড়িৎবাহী তার দ্বারা কুন্ডলী তৈরি করে

    C
    তড়িৎবাহী তারের দৈর্ঘ্য হ্রাস করে

    D
    তড়িৎবাহী তারের ব্যাস বৃদ্ধি করে

    Note: Not available
    1. Report
  7. Question: তড়িৎবাহী সলিনয়েডের চৌম্বকক্ষেত্র কোনটির চৌম্বকক্ষেত্রের মত?

    A
    U-আকৃতির চুম্বক

    B
    দন্ড চুম্বক

    C
    তড়িৎবাহী সোজা তার

    D
    একটি স্বতন্ত্র চুম্বক মেরু

    Note: একটি তারকে পেঁচিয়ে কয়েল বা কুন্ডলী তৈরি করে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে কয়েলটি চুম্বকের ন্যায় আচরণ করে। এরকম কুন্ডলীকে সলিনয়েড বলে। সলিনয়েডের চৌম্বকক্ষেত্র অনেকটা দুন্ড চুম্বকের চৌম্বকক্ষেত্রের মত আচরণ করে।
    1. Report
  8. Question: সলিনয়েডের কোন প্রান্তে উত্তর মেরুর উদ্ভব হয়?

    A
    যে প্রান্তে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার দিকে ঘোরে

    B
    যে প্রান্তে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে

    C
    যে প্রান্তে তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হয়

    D
    যে প্রান্তে তড়িৎ বিভব বেশি থাকে

    Note: Not available
    1. Report
  9. Question: ইস্পাতের ভারী জিনিস উঠানামা করার ক্রেন তৈরিতে কী ব্যবহার করা হয়?

    A
    দন্ডচুম্বক

    B
    টাংস্টেন ধাতু

    C
    ডায়নামো

    D
    তাড়িৎ চৌম্বক

    Note: Not available
    1. Report
  10. Question: চোখের ভিতর লোহার গুঁড়া ঢুকলে তা বের করার কাজে কী ব্যবহার করা হয়?

    A
    তাড়িতচুম্বক

    B
    দন্ডচুম্বক

    C
    শব্দোত্তর তরঙ্গ

    D
    শব্দের তরঙ্গ

    Note: সলিনয়েডের ভিতর কোনো লোহার দ্নড বা পেরেককে ঢুকালে সলিনয়েডের নিজের যে চৌম্বকক্ষেত্র রয়েছে তার চেয়ে বেশি শক্তিশালী চুম্বকক্ষেত্র তৈরি করে ফলে সলিনয়েড থেকে বেশি চুম্বক ক্ষেত্রু পাওয়া যায়। তড়িৎ প্রবাহ চলাকালীন এটি বেশ শক্তিশালী হয়। একে বলা হয় তড়িৎ চুম্বক।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd