পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: p-n জংশন ডায়োডের অপর নাম কী?

    A
    অর্ধপরিবাহী

    B
    অর্ধপরিবাহী রেকটিফায়ার

    C
    ট্রানজিস্টর

    D
    ট্রায়োড

    Note: Not available
    1. Report
  2. Question: অর্ধ পরিবাহী ডায়োডকে কী বলে?

    A
    ব্রেকটিফায়ার

    B
    অ্যামপ্লিফায়ার

    C
    ট্রানজিস্টার

    D
    উপরের কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  3. Question: রেকটিফায়ার কী কাজ করে?

    A
    তড়িৎ প্রবাহকে বৃদ্ধি করে

    B
    ভোল্টেজের বিবর্ধন ঘটায়

    C
    তড়িৎ প্রবাহকে একমুখী করে

    D
    তড়িৎ প্রবাহের হ্রাস ঘটায়

    Note: Not available
    1. Report
  4. Question: তড়িৎ বর্তনীতে ডায়োড কী হিসেবে ব্যবহৃত হয়?

    A
    রেকটিফায়ার

    B
    অ্যামপ্লিফায়ার

    C
    মোটর

    D
    ট্রানজিস্টর

    Note: Not available
    1. Report
  5. Question: তড়িৎপ্রবাহ ও ভোল্টেজ বাড়ানোর জন্য ব্যবহৃত হয় কোনটি?

    A
    ডায়োড

    B
    রেকটিফায়ার

    C
    অ্যামপ্লিফায়ার

    D
    p-n জাংশন

    Note: Not available
    1. Report
  6. Question: নিম্নের কোন মৌলের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে আইসি তৈরি করা হয়?

    A
    ম্যাঙ্গানিজ

    B
    বোরন

    C
    কার্বন

    D
    সিলিকন

    Note: Not available
    1. Report
  7. Question: X-ray ফিল্মে হাড়ের ছবি স্পষ্ট দেখা যাওয়ার কারণ-

    A
    হাড় X-ray দ্বারা অভেদ্য

    B
    মাংসপেশি X-ray দ্বারা অভেদ্য

    C
    তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি

    D
    উচু ভেদন ক্ষমতাসম্পন্ন

    Note: - এক ধরনের তাড়িতচৌম্বক বিকিরণ যার তরঙ্গদৈর্ঘ্য- `10^10m - উহলহেলোম রন্টজেন রঞ্জনরশ্মি আবিষ্কার করেন- ১৯৮৫ সালে। - তরঙ্গদৈর্ঘ্য যত ছোট হবে কোনো পদার্থ ভেদ করার ক্ষমতা তত বেশি হবে- এক্সরের। - উচ্চ ভেদন ক্ষমতাসম্পন্ন- এক্সরে।
    1. Report
  8. Question: সূক্ষ্ম রক্তণালিকার ব্লকেজ পরীক্ষা করার প্রযুক্তির নাম হলো-

    A
    এনজিওগ্রাম

    B
    এনজিওপ্লাস্টি

    C
    ইটিটি

    D
    ইসিজি

    Note: - এনজিও গ্রাফি হলো প্রতিবিম্ব তৈরির এমন একটি পরীক্ষা যেখানে শরীরের রক্তনালিসমূহ দেখার জন্য ব্যবহার করা হয়- এক্সরে। - রক্তবাহী শিরা বা ধমনীগুলো সরু, ব্লক ও প্রসারিত হয়েছে কী না তা নির্ণয় করা যায়- এনজিওগ্রাফির মাধ্যমে। - এনজিওগ্রাম করার সময় চিকিৎসক রোগীর দেহে একটি তরল পদার্থ একটি সরু ও নমনীয় নলের মধ্য দিয়ে প্রবেশ করিয়ে দেন। এর ফলে রক্তবাহী নালিকাগুলো- এক্সরের সাহায্যে দৃশ্যমান হয়। - যার সাহায্যে নিয়মিতভাবে কোনো ব্যক্তির হৃৎপিন্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কার্যকলার পর্যবেক্ষণ করা যায় তাই হলো- ইজিসি। - ইসিজি পরীক্ষার একটি বিশেষ রূপ- ইটিটি।
    1. Report
  9. Question: সূক্ষ্ম রক্সণালিকার ব্লকেজ পরীক্ষা করার প্রযুক্তির নাম হলো-

    A
    এনজিওগ্রাম

    B
    এনজিওপ্লাস্টি

    C
    ইটিটি

    D
    ইসিজি

    Note: - এনজিও গ্রাফি হলো প্রতিবিম্ব তৈরির এমন একটি পরীক্ষা যেখানে শরীরের রক্তনালিসমূহ দেখার জন্য ব্যবহার করা হয়- এক্সরে। - রক্তবাহী শিরা বা ধমনীগুলো সরু, ব্লক ও প্রসারিত হয়েছে কী না তা নির্ণয় করা যায়- এনজিওগ্রাফির মাধ্যমে। - এনজিওগ্রাম করার সময় চিকিৎসক রোগীর দেহে একটি তরল পদার্থ একটি সরু ও নমনীয় নলের মধ্য দিয়ে প্রবেশ করিয়ে দেন। এর ফলে রক্তবাহী নালিকাগুলো- এক্সরের সাহায্যে দৃশ্যমান হয়। - যার সাহায্যে নিয়মিতভাবে কোনো ব্যক্তির হৃৎপিন্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কার্যকলার পর্যবেক্ষণ করা যায় তাই হলো- ইজিসি। - ইসিজি পরীক্ষার একটি বিশেষ রূপ- ইটিটি।
    1. Report
  10. Question: হৃদ স্পন্দনের হার ও ছন্দময়তা পরিমাপ করা হয় কী উপায়ে?

    A
    তড়িৎ সংকেত সনাক্ত করে

    B
    X-ray এর মাধ্যমে

    C
    নিউক্লিয় চৌম্বক অনুনাদের মাধ্যমে

    D
    শব্দ তরঙ্গ ব্যবহার করে

    Note: - ইসিজি এমন একটি রোগ নির্ণয় পদ্ধতি যার সাহায্যে নিয়মিতভাবে পর্যব্খেষণ করা যায় কোনো ব্যক্তির- হৃৎপিন্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কার্যকলাপ। - হৃৎপিন্ডের স্পন্দনের হার এবং ছন্দময়তা পরিমাপ করা হয়- ইসিজির মাধ্যমে। - ইসিজি ব্যবস্থায় হৃৎপিন্ডের একটি সম্পূর্ণ ছবি পাবার জন্য দশটি ইলেকট্রটোড ব্যবহার করে বৈদ্যুতিক সংকেতকে সনাক্ত করা হয়- বারোটি।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd