পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: সময়ের সীমান্ত মান যখন শূণ্যের কাছাকাছি তখন যে দ্রুতি হয় তাকে কী বলে?

    A
    দ্রুতি

    B
    তাৎক্ষণিক দ্রুতি

    C
    তাৎক্ষণিক ত্বরণ

    D
    তাৎক্ষণিক সরণ

    Note: Not available
    1. Report
  2. Question: কোন বস্তু t সময়ে নির্দিষ্ট দিকে s দূরত্ব অত্রিক্রম করলে তার বেগ v কত?

    A
    `v=s/t`

    B
    `v=sxxt`

    C
    `v-t/s`

    D
    `v-s/t^2`

    Note: Not available
    1. Report
  3. Question: শব্দের বেগ কোন ধরনের বেগ?

    A
    সুষম বেগ

    B
    অসম বেগ

    C
    গড় বেগ

    D
    তাৎক্ষণিক বেগ

    Note: যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সুষম বেগ বা সমবেগ বলে।
    1. Report
  4. Question: যদি কোনো গাড়ি ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে সকাল 7 টায় রওনা হয়ে 6 ঘন্টায় 300 km পথ অতিক্রম করে তবে তার গড় দ্রুতি কত?

    A
    `50 kmh^(-1)`

    B
    `40 kmh^(-1)`

    C
    `60 kmh^(-1)`

    D
    `80 kmh^(-1)`

    Note: Not available
    1. Report
  5. Question: নিচের কোন রাশিগুলোর একক অভিন্ন?

    A
    দ্রুতি, সরণ

    B
    দ্রুতি, বেগ

    C
    সরণ, ত্বরণ

    D
    দ্রুতি, ত্বরণ

    Note: Not available
    1. Report
  6. Question: কোন ধরনের বেগে বস্তুর বেগের মান ও দিক উভয়েরই পরিবর্তন ঘটে?

    A
    সুষম বেগ

    B
    অসমবেগ

    C
    গড়বেগ

    D
    তাৎক্ষণিক বেগ

    Note: Not available
    1. Report
  7. Question: সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে কী বলে?

    A
    সরণ

    B
    বেগ

    C
    ত্বরণ

    D
    দ্রুতি

    Note: Not available
    1. Report
  8. Question: নিচের কোনটি সঠিক?

    A
    `a=(v+u)/t`

    B
    `a=(v-u)/t`

    C
    `u=v+at`

    D
    `s=((u-v)/2)t`

    Note: Not available
    1. Report
  9. Question: সময়ের সাথে বেগ হ্রাসের হারকে কী বলে?

    A
    অসম ত্বরণ

    B
    ধনাত্মক ত্বরণ

    C
    মন্দন

    D
    সুষম ত্বরণ

    Note: Not available
    1. Report
  10. Question: কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে তাহলে তাকে কী বলে?

    A
    সমবেগ

    B
    সমত্বরণ

    C
    অসম ত্বরণ

    D
    অসমবেগ

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd