পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: কর্ণিয়া ও রেটিনার মধ্যবর্তী স্থানে থাকে-

    A
    অ্যাকুয়াস হিউমার

    B
    শ্বেতমন্ডল

    C
    ভিট্রিয়াস হিউমার

    Note: Not available
    1. Report
  2. Question: দূরের বা কাছের বস্তু দেখার জন্য চক্ষুলেন্সের-

    A
    বক্রতার পরিবর্তন হয়

    B
    ফোকাস দূরত্ব পরিবর্তিত হয়

    C
    আকৃতি পরিবর্তন হয়

    Note: Not available
    1. Report
  3. Question: একটি সাদা রঙের তিন ব্লেডের ফ্যান ছেড়ে দিতে দেখা গেলো যে ফ্যানের ব্লেডগুলো আর আলাদা করে বোঝা যাচ্ছে না বরং সেখানে একটি সাদা বৃত্ত দেখা যাচ্ছে। ঘটনাটি ঘটার কারণ-

    A
    হ্রস্ব দৃষ্টি ত্রুটি

    B
    দর্শনানুভূতির স্থায়িত্বকাল

    C
    বস্তু দেখাতে মস্তিষ্কের সীমাবদ্ধতা

    Note: Not available
    1. Report
  4. Question: চক্ষু লেন্সের বক্রতা পরিবর্তিত হয়-

    A
    সিলিয়ারীয় সংকোচন প্রসারনের ফলে

    B
    সাসপেন্সরির সংকোচন প্রসারনের ফলে

    C
    অক্ষিগোলকের ব্যাসার্ধের পরিবর্তনের ফলে

    Note: Not available
    1. Report
  5. Question: েআলোক সংবেদনশীল কোষ-

    A
    রড

    B
    শ্বেতমন্ডল

    C
    কোণ

    Note: Not available
    1. Report
  6. Question: চোখের দীর্ঘদৃষ্টি ত্রুটির জন্য দায়ী কোনটি?

    A
    অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে

    B
    অক্ষিগোলকের ভিতরের আয়তন কমে গেলে

    C
    চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে

    Note: Not available
    1. Report
  7. Question: মাইওপিয়া ঘটে-

    A
    অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে

    B
    লেন্সের অভিসারী ক্ষমতা কম গেলে

    C
    লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে গেলে

    Note: Not available
    1. Report
  8. Question: চোখের দীর্ঘদৃষ্টি ত্রুটির জন্য দায়ী কোনটি?

    A
    অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে

    B
    অক্ষিগোলকের ভিতরের আয়তন কমে গেলে

    C
    চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে

    Note: Not available
    1. Report
  9. Question: হ্রস্ব দৃষ্টিসম্পন্ন এক ব্যক্তির চশমার লেন্সের ফোকাস দূরত্ব 20 cm। এক্ষেত্রে-

    A
    লেন্সটির ক্ষমতা +5d

    B
    লেন্সের আলোক কেন্দ্র হতে 40 cm দূরত্বের লক্ষ্যবস্তুর জন্য বিম্বের প্রকৃতি অসদ হয়

    C
    লেন্সটির ক্ষমতা -5d

    Note: Not available
    1. Report
  10. Question: একটি চশমার ক্ষমতা +4d; তাহলে-

    A
    লেন্সটির ফোকাস দূরত্ব 25cm

    B
    চশমাটি হাইপারমেট্রোপিয়া ত্রুটির ক্ষেত্রে ব্যবহৃত হয়

    C
    লেন্সটি একটি ক্ষীণমধ্য লেন্স

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd