পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: ফুলানো বেলুনকে জামার সাথে ঘষে দেয়ালের সাথে একটু চেপে ধরলে দেখা যায় বেলুনটি দেয়ালে আটকে থাকে কারণ-

    A
    বেলুন সৃষ্ট ঋণাত্মক আধান দেয়ালে আবেশ সৃষ্টি করে

    B
    দেয়ালে আবিষ্ট ঋণাত্মক আধান বেলুনকে আকর্ষণ করে

    C
    দেয়ালে আবিষ্ট ধনাত্মক বেলুনকে আকর্ষণ করে

    Note: Not available
    1. Report
  2. Question: তড়িৎ আবেশ প্রক্রিয়ায় আবিষ্ট দন্ডের-

    A
    মোট চার্জ পরিবর্তন হয়

    B
    মোট চার্জ পরিবর্তন হয় না

    C
    দুই প্রান্তে দুই ধরনের চার্জে চার্জিত হয়

    Note: তড়িৎ আবেশ প্রক্রিয়ায় একটি অনাহিত বস্তুকে স্পর্শ না করে আহিত করা হয়। যেহেতু স্পর্শ করা হয় না তাই ইলেকট্রনের আদান প্রদান হয় না। সুতরাং বস্তুর মোট চার্জের কোন পরিবর্তন হয় না। ঐ বস্তুর এক পাশে ধনাত্মক আধান জমা হলে অপর পাশে ঋণাত্মক আধান জমা হয়।
    1. Report
  3. Question: প্লাস্টিককে কাপড়ের সাতে ঘষে ক্ষীণ পানির ধারার কাছে ধরলে ধারাটি প্লাস্টিকের দিকে সরে আসে কারণ-

    A
    পানির ধারাতে আবিষ্ট ঋণাত্মক আধান প্লাস্টিককে আকর্ষণ করে

    B
    প্লাস্টিকে সৃষ্ট ধনাত্মক আধান পানির ধারায় আবেশ সৃষ্টি করে

    C
    পানির ধারাতে আবিষ্ট ধনাত্মক আধান প্লাস্টিককে আকর্ষণ করে

    Note: Not available
    1. Report
  4. Question: একটি আহিত তড়িৎবীক্ষণ যন্ত্রের চাকতির সংস্পর্শে একটি বস্তু আনায় পাতদ্বয়ের ফাঁক বেড়ে গেলে বুঝা যায়-

    A
    বস্তুতে আধানের অস্তিত্ব আছে

    B
    বস্তু ও তড়িৎবীক্ষণ যন্ত্রে একই ধরনের আধান রয়েছে

    C
    বস্তু ও তড়িৎবীক্ষণ যন্ত্রে বিপরীত আধান রয়েছে

    Note: একটি আহিত তড়িৎবীক্ষণ যন্ত্রের চাকতির সংস্পর্শে একটি বস্তু আনায় যদি পাতদ্বয়ের ফাঁক বেড়ে যায় তাহলে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে- (ক) তড়িৎবীক্ষণ যন্ত্র ও বস্তু একই আধানে আহিত আছে। (খ) বস্তুতে অবশ্যই আধানের অস্তিত্ব আছে। বস্তুটি আধান নিরপেক্ষ হলে তড়িৎবীক্ষণ যন্ত্রে কোন বিক্ষেপ দেখা যাবে না।
    1. Report
  5. Question: ইবোনাইট দন্ডকে ফ্লানেলের সাথে ঘষে স্বর্ণপাত তড়িৎ বীক্ষণযন্ত্রের চাকতির সংস্পর্শে আনলে-

    A
    ধাতব পাতগুলো পরস্পর হতে দূরে সরে যাবে

    B
    ইবোনাইট দন্ডে যতবেশি আধান আবিষ্ট হবে পাতদ্বয়ের ফাঁক ততবেশী হবে

    C
    যন্ত্রটি ঋণাত্মক আধানে আহিত হবে

    Note: Not available
    1. Report
  6. Question: তড়িৎবীক্ষণ যন্ত্র দ্বারা নির্ণয় করা হয় আধানের-

    A
    পরিমাণ

    B
    অস্তিত্ব

    C
    প্রকৃতি

    Note: Not available
    1. Report
  7. Question: দুটি বস্তুকে সন্নিকটে আনলে বস্তুদ্বয় পরস্পরকে আকর্ষণ করলে-

    A
    বস্তুদ্বয়ের একটি ধনাত্মক চার্জে চার্জিত

    B
    বস্তুদ্বয়ের অপরটি ঋণাত্মক চার্জে চার্জিত

    C
    দুটি বস্তুই সমধর্মী চার্জে চার্জিত

    Note: Not available
    1. Report
  8. Question: বিকর্ষণ করবে-

    A
    ধনাত্মক ও ঋণাত্মকের মধ্যে

    B
    ঋণাত্মক ও ঋণাত্মকের মধ্যে

    C
    ধনাত্মক ও ধনাত্মকের মধ্যে

    Note: Not available
    1. Report
  9. Question: আধানের ক্ষেত্রে-

    A
    আধানের একক কুলম্ব

    B
    কুলম্ব একটি লব্ধ একক

    C
    কুলম্ব = অ্যাম্পিয়ার/সেকেন্ড

    Note: Not available
    1. Report
  10. Question: আধানদ্বয় যথাক্রমে `q_1` ও `q_2`, এদের মধ্যবর্তী দূরত্ব d এবং এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল F হলে-

    A
    ` F alpha 1/(q_1q_2)`

    B
    `F alpha q_1q_2`

    C
    `F alpha 1/d_2`

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd