পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: তাড়িতচুম্বক ব্যবহার করা হয়-

    A
    টেলিফোনের ইয়ারপিসে

    B
    দরজার তাড়িতচৌম্বক তালায়

    C
    আর্জনা সরানোর ক্রেন তৈরিতে

    Note: Not available
    1. Report
  2. Question: তড়িৎ প্রবাহবাহী তারের সৃষ্ট চৌম্বকক্ষেত্রে বলরেখার সাথে তারের অবস্থান-

    A
    লম্ব বরাবর

    B
    সমান্তরালে

    C
    `90^0` কোণে

    Note: Not available
    1. Report
  3. Question: মাইকেল ফ্যারাডের ১ম পরীক্ষায় একটি দন্ড চুম্বকের দক্ষিণ মেরুকে দ্রুত চোঙের ভিতর ঢুকালে কী ঘটে-

    A
    গ্যালভঅনোমিটারের কাটায় বিক্ষেপ ঘটে

    B
    কুন্ডলী দিয়ে তড়িৎ প্রবাহ চলে

    C
    কুন্ডলী দিয়ে তড়িৎপ্রবাহ চলে না

    Note: Not available
    1. Report
  4. Question: ফ্যারাডের দ্বিতীয় পরীক্ষায় একটি তড়িচ্চালক শক্তির উৎসরূপে সংযুক্ত করতে হয়-

    A
    একটি ব্যাটারি

    B
    একটি পরিবর্তনশীল রোধ

    C
    একটি টেপা চাবি

    Note: Not available
    1. Report
  5. Question: একটি তড়িৎবাহী তার থেকে যত দূরে যাওয়া যায়, তত-

    A
    চৌম্বকক্ষেত্রের প্রাবল্য কমে যায়

    B
    চৌম্বকক্ষেত্রের প্রাবল্য বেড়ে যায়

    C
    বলরেখার সংখ্যা কমে যায়

    Note: Not available
    1. Report
  6. Question: কুন্ডলীর ভেতরে চুম্বককে প্রবশে করানোর হলে-

    A
    চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বেড়ে যায়

    B
    চৌম্বকক্ষেত্রের প্রাবল্য কমে যায়

    C
    বলরেখার সংখ্যা বেড়ে যায়

    Note: Not available
    1. Report
  7. Question: কোনো তড়িৎবাহী বর্তনীর নিকট অন্য একটি তার কুন্ডলী এনে তার কুন্ডলীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যাচে-

    A
    তড়িৎবাহী বর্তনীতে তড়িৎপ্রবাহের মান পরিবর্তন করে

    B
    তড়িৎবাহী বর্তনীকে কতার কুন্ডলীর সামনে পিছনে আন্দোলিত করে

    C
    তার কুন্ডলীকে স্থির তড়িৎবাহী বর্তনীর নিকটে সামনে পেছনে আন্দোলিত করে

    Note: Not available
    1. Report
  8. Question: গ্যালভানোমিটারে বিক্ষেপ দেখা যায় যখন-

    A
    চুম্বক ও কুন্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকে

    B
    চুম্ব ও কুন্ডলী একই বেগে গতিশীল হয়

    C
    চুম্বক ও কুন্ডলী অসম বেগে চলে

    Note: Not available
    1. Report
  9. Question: আবিষ্ট ভোল্টেজকে নিম্নোক্তভাবে বৃদ্ধি করা যায়-

    A
    চুম্বককে দ্রুত আনা-নেওয়া করে

    B
    তার কুন্ডলীকে দ্রুত আনা-নেওয়া করে

    C
    তার কুন্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করে

    Note: Not available
    1. Report
  10. Question: েআবিষ্ট তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়-

    A
    চুম্বকের মেরুশক্তি বৃদ্ধি করে

    B
    কুন্ডলীর পেঁচের সংখ্যা বাড়িয়ে

    C
    চুম্বক ও কুন্ডলীর মধ্যেকার আপেক্ষিক গতি বাড়িয়ে

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd