পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: কোনটি চালাতে হলে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়?

    A
    বৈদ্যুতিক যন্ত্র

    B
    টিউবওয়েল

    C
    মোটর সাইকেল

    D
    বিমান

    Note: Not available
    1. Report
  2. Question: যখন পরমাণুসমূহ জোড়া লাগে তখন কোনটি নির্গত হয়?

    A
    শব্দ শক্তি

    B
    বায়ুশক্তি

    C
    নিউক্লীয় শক্তি

    D
    বিদ্যুৎ শক্তি

    Note: Not available
    1. Report
  3. Question: তড়িৎ কোষে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোন শক্তি পাওয়া যায়?

    A
    চৌম্বক শক্তি

    B
    রাসায়নিক শক্তি

    C
    নিউক্লীয় শক্তি

    D
    বায়ু শক্তি

    Note: Not available
    1. Report
  4. Question: কোনটি শক্তির সবচেয়ে সাধারণ রূপ?

    A
    যান্ত্রিক শক্তি

    B
    গতিশক্তি

    C
    রাসায়নিক শক্তি

    D
    চৌম্বক শক্তি

    Note: শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। কোন বস্তুর অবস্থান বা গতির জন্য তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। তাপ শক্তিকে ইঞ্জিনের মাধ্যমে, বিদ্যুৎশক্তিকে মোটরের সাহায্যে, নিউক্লিয় শক্তিকে রিয়েক্টরের সাহায্যে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায়।
    1. Report
  5. Question: কোনটির ব্যবহার করতে হলে আগে থেকেই এটিকে অন্য শক্তিকে রূপান্তর করে নিতে হবে?

    A
    যান্ত্রিক শক্তি

    B
    গতি শক্তি

    C
    শব্দ শক্তি

    D
    বিভব শক্তি

    Note: Not available
    1. Report
  6. Question: কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে তার মধ্যে নিহিত শক্তিকে কী বলে?

    A
    সংশক্তি

    B
    যান্ত্রিক শক্তি

    C
    রাসায়নিক শক্তি

    D
    সৌরশক্তি

    Note: Not available
    1. Report
  7. Question: বিভব শক্তি বৃদ্ধি করতে হলে কীরূপ কাজ করতে হয়?

    A
    বলের দিকে

    B
    বলের বিপরীতে

    C
    ধনাত্মক

    D
    বলের লম্বদিকে

    Note: Not available
    1. Report
  8. Question: কোনো স্থির বস্তুতে বেগের সঞ্চার করা আর গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করার অর্থ কোনটি বুঝায়?

    A
    বস্তুটির কাজ সৃষ্টি করা

    B
    বস্তুটির ত্বরণ সৃষ্টি করা

    C
    বস্তুটির সরণ সৃষ্টি করা

    D
    বস্তুটির যান্ত্রিকশক্তি সৃষ্টি করা

    Note: Not available
    1. Report
  9. Question: সকল সচল বস্তুতেই কী থাকে?

    A
    গতি শক্তি

    B
    তাপ শক্তি

    C
    পারমাণবিক শক্তি

    D
    শব্দ শক্তি

    Note: Not available
    1. Report
  10. Question: m ভরের একটি স্থির বস্তুর উপর F বল প্রয়োগ করায় বস্তুটি v বেগ প্রাপ্ত হয়ে বলের দিকে S দূরত্ব অতিক্রম করে। বস্তুটিকে এই বেগ দিতে কৃতকাজই বস্তুটির কী বুঝায়?

    A
    যান্ত্রিকশক্তি

    B
    বিভব শক্তি

    C
    চৌম্বক শক্তি

    D
    শব্দ শক্তি

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd