পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: নিম্নের কোনটির চাপ বাড়লে গলনাঙ্ক বাড়ে?

    A
    মোম

    B
    বরফ

    C
    ঢালাই লোহা

    D
    পিতল

    Note: Not available
    1. Report
  2. Question: নিম্নের কোনটি বস্তুর তাপমাত্রায় পরিবর্তন করে না?

    A
    গলনের সু্প্ততাপ

    B
    পুনঃশিলীভবন

    C
    বাষ্পীভবন

    D
    শিশিরাঙ্ক

    Note: Not available
    1. Report
  3. Question: কোনটি আত্নঃআণবিক বন্ধন শিথিল করতে ব্যয় হয়?

    A
    আপেক্ষিক আর্দ্রতা

    B
    বাষ্পীভবন

    C
    পুনঃশিলীভবন

    D
    গলনের সুপ্ততাপ

    Note: Not available
    1. Report
  4. Question: নিম্নের কোন ক্ষেত্রে চাপ বাড়লে গলনাঙ্ক বেড়ে যায়?

    A
    যে সব পদার্থের আয়তন গলনের ফলে হ্রাস পায়

    B
    যে সব পদার্থের আয়তন গলনের ফলে বৃদ্ধি পায়

    C
    যে সব পদার্থের আয়তন গলনের ফলে অপরিবর্তিত থাকে

    D
    যে কোন ক্ষেত্রেই চাপ বাড়লে গলনাঙ্ক কমে

    Note: Not available
    1. Report
  5. Question: কোন পাত্রে পানি বেশি ঠান্ডা থাকবে?

    A
    কাচের পাত্রে

    B
    মাটির কলসিতে

    C
    পিতলের কলসিতে

    D
    প্লাস্টিকের পাত্রে

    Note: Not available
    1. Report
  6. Question: যে তাপ পদার্থের তাপমাত্রার বৃদ্ধি না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটায় তাকে কী বলে?

    A
    সুপ্ততাপ

    B
    গলনাংক

    C
    স্ফুটনাংক

    D
    হিমাংক

    Note: Not available
    1. Report
  7. Question: তরল পদার্থকে তাপ প্রয়োগ করলে যখন তাপমাত্রা স্ফুটনাংকে চলে আসে তখন কোনটি স্থির থাকে?

    A
    তাপ

    B
    তাপমাত্রা

    C
    গলনাংক

    D
    হিমাংক

    Note: তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের তাপমাত্রা যখন গলনাঙ্কে পৌঁছায় তখন সম্পূর্ণ পদার্থ তরলে রূপান্তরিত হওয়া পর্যন্ত তাপমাত্রার আর পরিবর্তন হয় না। এখানে যে পরিমান তাপ কঠিন পরার্থকে তরল অবস্থায় রূপান্তর করল তাই গলনের সুপ্ততাপ। এই তাপ বস্তুর তাপমাত্রা পরিবর্তন করে না কিন্তু আন্তঃআণবিক বন্ধন শিথিল করতে ব্যয় হয়।
    1. Report
  8. Question: কোন পাত্রের পানির বাষ্পায়ন সম্ভব?

    A
    কাচ

    B
    পিতল

    C
    মাটি

    D
    কাসা

    Note: Not available
    1. Report
  9. Question: শব্দ কোন ধরনের তরঙ্গ?

    A
    তির্যক তরঙ্গ

    B
    তাড়িতচৌম্বকীয় তরঙ্গ

    C
    অনুদৈর্ঘ্য তরঙ্গ

    D
    বেতার তরঙ্গ

    Note: - যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে- অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। - শব্দ তরঙ্গ সঞ্চালনের সময় মাধ্যমে সংকোচন ও প্রসারণের সৃষ্টি হয় এবং তা কম্পনের দিকের সাথে- সমান্তরালে অগ্রসর হয়। - সঞ্চালনের জন্য কোন মাধ্যম লাগে না- তাড়িত চৌম্বকীয় তরঙ্গের। - বেতার তরঙ্গ পানির তরঙ্গ, আলোক তরঙ্গ- অনুপ্রস্থ তরঙ্গ। - স্প্রিং এর তরঙ্গ- অনুদৈর্ঘ্য তরঙ্গ।
    1. Report
  10. Question: শব্দের বেগ কোন মাধমে সবচেয়ে বেশি?

    A
    কঠিন

    B
    তরল

    C
    গ্যাসীয়

    D
    প্লাজমা

    Note: - মাধ্যম ও তাপমাত্রার ওপর নির্ভরশীল- শব্দের বেগ। - সাধারণভাবে বায়ুতে শব্দের বেগ সবচেয়ে কম, তরলে তার চেয়ে বেশি- কঠিন পদার্থে সবচেয়ে বেশি। - 20^0C-এ, বায়ুতে শব্দের বেগ- 344 ms^-1।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd