Question: তরল পদার্থকে তাপ প্রয়োগ করলে যখন তাপমাত্রা স্ফুটনাংকে চলে আসে তখন কোনটি স্থির থাকে?
A
তাপ
B
তাপমাত্রা
C
গলনাংক
D
হিমাংক
Note: তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের তাপমাত্রা যখন গলনাঙ্কে পৌঁছায় তখন সম্পূর্ণ পদার্থ তরলে রূপান্তরিত হওয়া পর্যন্ত তাপমাত্রার আর পরিবর্তন হয় না। এখানে যে পরিমান তাপ কঠিন পরার্থকে তরল অবস্থায় রূপান্তর করল তাই গলনের সুপ্ততাপ। এই তাপ বস্তুর তাপমাত্রা পরিবর্তন করে না কিন্তু আন্তঃআণবিক বন্ধন শিথিল করতে ব্যয় হয়।
Note: - যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে- অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে।
- শব্দ তরঙ্গ সঞ্চালনের সময় মাধ্যমে সংকোচন ও প্রসারণের সৃষ্টি হয় এবং তা কম্পনের দিকের সাথে- সমান্তরালে অগ্রসর হয়।
- সঞ্চালনের জন্য কোন মাধ্যম লাগে না- তাড়িত চৌম্বকীয় তরঙ্গের।
- বেতার তরঙ্গ পানির তরঙ্গ, আলোক তরঙ্গ- অনুপ্রস্থ তরঙ্গ।
- স্প্রিং এর তরঙ্গ- অনুদৈর্ঘ্য তরঙ্গ।
Note: - মাধ্যম ও তাপমাত্রার ওপর নির্ভরশীল- শব্দের বেগ।
- সাধারণভাবে বায়ুতে শব্দের বেগ সবচেয়ে কম, তরলে তার চেয়ে বেশি- কঠিন পদার্থে সবচেয়ে বেশি।
- 20^0C-এ, বায়ুতে শব্দের বেগ- 344 ms^-1।