পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় তবে এ ধরণের প্রতিফলনকে আলোর কী বলে?

    A
    অনিয়মিত প্রতিফলন

    B
    নিয়মিত প্রতিফলন

    C
    ব্যাপ্ত প্রতিফলন

    D
    বিচ্ছুরণ

    Note: Not available
    1. Report
  2. Question: যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো তলে আপতিত হয়ে প্রতিফলনের পর অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত না হয় তবে এ ধরনের প্রতিফলনকে আলোর কী বলে?

    A
    ব্যাপ্ত প্রতিফলন

    B
    প্রতিসরাঙ্ক

    C
    সুষম প্রতিফলন

    D
    তীব্রতা

    Note: Not available
    1. Report
  3. Question: কোন ঘটনার জন্য আমাদের চারপাশের বস্তু অনুজ্জল দেখায়?

    A
    নিয়মিত প্রতিফলন

    B
    সুষম প্রতিফলন

    C
    ব্যাপ্ত প্রতিফলন

    D
    সমান্তরাল প্রতিফলিত রশ্মি

    Note: Not available
    1. Report
  4. Question: দর্পণে কোনটি ঘটে?

    A
    প্রতিসরণ

    B
    প্রতিফলন

    C
    ব্যতিচার

    D
    সমাবর্তন

    Note: Not available
    1. Report
  5. Question: দর্পণ প্রধানত কত প্রকার?

    A
    দুই

    B
    তিন

    C
    চার

    D
    পাঁচ

    Note: দর্পণ প্রধানত দুই প্রকার। যথা- ১. সমতল দর্পণ ২. গোলীয় দর্পণ। প্রতিফলক পৃষ্ঠটি যদি মসৃণ ও সমতল হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে সে পৃষ্ঠকে সমতল দর্পণ বলে। প্রতিফলক পৃষ্ঠটি যদি মসৃণ এবং গোলীয় হয় অর্থাৎ প্রতিফলক পৃষ্ঠটি যদি কোন গোলকের অংশ বিশেষ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে তাকে গোলীয় দর্পণ বলে।
    1. Report
  6. Question: একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30cm। এর বক্রতার ব্যাসার্ধ কত?

    A
    30cm

    B
    40cm

    C
    60cm

    D
    70cm

    Note: Not available
    1. Report
  7. Question: গোলীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে যে সমতল কল্পনা করা হয় তাকে কী বলে?

    A
    মেরু

    B
    গৌণ অক্ষ

    C
    ফোকাস দূর্তব

    D
    ফোকাস তল

    Note: Not available
    1. Report
  8. Question: দর্পণে আলোর প্রতিফলনের ফলে দর্পণের সামনে স্থাপিত বস্তুর কী গঠিত হয়?

    A
    একটি স্পষ্ট প্রতিবিম্ব

    B
    একটি অস্পষ্ট প্রতিবিম্ব

    C
    একটি অস্পষ্ট বিম্ব

    D
    একটি স্পষ্ট ও অস্পষ্ট প্রতিবিম্ব

    Note: Not available
    1. Report
  9. Question: সাধারণত কাচের একপৃষ্ঠে ধাতুর প্রলেপ লাগিয়ে কী তৈরি করা হয়?

    A
    ব্যারোমিটার

    B
    দর্পণ

    C
    হাইড্রোমিটার

    D
    অ্যামিটার

    Note: Not available
    1. Report
  10. Question: কোনো প্রতিফলক পৃষ্ঠ যদি মসৃণ ও সমতল হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তবে সে পৃষ্ঠকে কী বলে?

    A
    অবতল দর্পণ

    B
    উত্তল দর্পণ

    C
    উত্তল লেন্স

    D
    সমতল দর্পণ

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd