পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: আমাদের দু চোখে একটি বস্তুর কয়টি প্রতিবিম্ব গঠিত হয়?

    A
    ১টি

    B
    ২টি

    C
    ৩টি

    D
    ৪টি

    Note: Not available
    1. Report
  2. Question: চক্ষুলেন্স দ্বারা গঠিত বিম্ব কিরূপ?

    A
    অবাস্তব ও উল্টা

    B
    বাস্তব ও সোজা

    C
    বাস্তব ও উল্টা

    D
    অবাস্তব ও সোজা

    Note: Not available
    1. Report
  3. Question: রেটিনায় সৃষ্ট বিম্ব কিসের সাহায্যে মস্তিষ্কে যায়?

    A
    শ্বেতমন্ডল

    B
    কৃষ্ণমন্ডল

    C
    আইরিশ

    D
    চক্ষু স্নায়ু

    Note: Not available
    1. Report
  4. Question: রেটিনায় গঠিত উল্টা বিম্ব আমরা সোজা দেখি কেন?

    A
    চক্ষুলেন্সের ক্রিয়ায়

    B
    আইরিশের ক্রিয়ায়

    C
    মস্তিষ্কের ক্রিয়ায়

    D
    কর্ণিয়ায় ক্রিয়ায়

    Note: Not available
    1. Report
  5. Question: কোন ত্রুটিগ্রস্থ চোখের নিকটবিন্দু 25cm এর চেয়ে কম হয়?

    A
    হাইপারমেট্রোপিয়া

    B
    মাইওপিয়া

    C
    নকুলান্ধকতা

    D
    বিষমদৃষ্টি

    Note: Not available
    1. Report
  6. Question: হাইপারমেট্রোপিয়া কী?

    A
    একপ্রকার চোখের ত্রুটি

    B
    শ্রবণ শক্তিজনিত ত্রুটি

    C
    রাতকানা রোগের প্রতিশব্দ

    D
    দৃষ্টির পাল্লা

    Note: এই ত্রুটিগ্রস্ত চোখ দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না। বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে অর্থাৎ অভিসারী ক্ষমতা কমে গেলে চোখে এ ধরনের ত্রুটি দেখা দেয়। চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে অর্থাৎ অভিসারী ক্ষমতা কমে গেলে চোখে এ ধরনের ত্রুটি দেকা দেয়।
    1. Report
  7. Question: ক্ষীণ দৃষ্টিসম্পন্ন লোকের অসুবিধা কোনটি?

    A
    দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না

    B
    কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না

    C
    দূরের কিংবা কাছের কোন জিনিসই স্পষ্ট দেখতে পায় না

    D
    একটি লক্ষবস্তুকে দুটি মনে হয়

    Note: Not available
    1. Report
  8. Question: চোখের ক্ষীণদৃষ্টির কারণ কী?

    A
    চক্ষুলেন্সের অভিসারী ক্ষমতা কমে যাওয়া

    B
    চক্ষুলেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়া

    C
    অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যাওয়া

    D
    ফোকাস দূরত্ব কমে যাওয়া

    Note: এই ত্রুটিগ্রস্ত চোখ দূরের জিনিস বালোভাবে দেখতে পায় না কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায়। অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে অর্থাৎ অভিসারী ক্ষমতা বেড়ে গেলে এই ত্রুটি দেখা দেয়। এক্ষেত্রে প্রতিবিম্ব রেটিনার পরিবর্তে রেটিনার সামনে গঠিত হয়। ফলে বস্তুটি ভালোভাবে দেখা যায় না।
    1. Report
  9. Question: কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো-

    A
    অ্যামিটার

    B
    ভোল্টিমিটার

    C
    অণুবীক্ষণ যন্ত্র

    D
    তড়িৎবীক্ষণ যন্ত্র

    Note: - পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হলো- আধান। - অ্যামিটারের সাহায্যে মাপা হয়- তড়িৎ প্রবাহ। - ভোল্টমিটারের সাহায্যে মাপা হয়- বিভব পার্থক্য। - অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিবর্ধিত করে দেখা হয়- ক্ষুদ্র বস্তু।
    1. Report
  10. Question: তড়িৎ তীব্রতার একক হচ্ছে-

    A
    N

    B
    N m

    C
    N m^-1

    D
    NC^-1

    Note: -তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্বক স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে বলে- ঐ বিন্দুর তীব্রতা। - তড়িৎ তীব্রতা একটি ভেক্টর রাশি।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd