গতিবিদ্যা
 
  1. Question: যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারদিকে চক্রাকারে পরিভ্রমণ করে, তখন তার গতিকে----বলে।

    A
    বক্র চলন গতি

    B
    দোরন গতি

    C
    ঘূর্ণন গতি

    D
    চলন-ঘূর্ণন গতি

    Note: Not available
    1. Report
  2. Question: যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট সময় পরপর একই পথে পরিভ্রমণ করে বার বার একই দিকে চলতে থাকে তখন তার গতিকে----বলে।

    A
    পর্যাবৃত্ত গতি

    B
    দোলন গতি

    C
    ঘূর্ণন গতি

    D
    সরল চলন গতি

    Note: Not available
    1. Report
  3. Question: কোনো বস্তু কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব এবং মোট ব্যয়িত সময়ের ভাগফলকে বলা হয়-

    A
    তাৎক্ষণিক দ্রুতি

    B
    গড় দ্রুতি

    C
    সম দ্রুতি

    D
    বেগ

    Note: Not available
    1. Report
  4. Question: অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর সূত্র প্রদানকরেন-

    A
    নিউটন

    B
    গ্যালিলিও

    C
    আইনস্টাইন

    D
    পয়সন

    Note: Not available
    1. Report
  5. Question: অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি----সূত্র মেনে চলে।

    A
    দুটি

    B
    চারটি

    C
    তিনটি

    D
    পাঁচটি

    Note: Not available
    1. Report
  6. Question: নিচের কোনটি কৌণিক বেগের ব্যবহারিক একক?

    A
    ডিগ্রী/সে:

    B
    গ্রেডিয়ান/সে:

    C
    রেডিয়ান/সে:

    D
    রেডিয়ান/সে:2

    Note: Not available
    1. Report
  7. Question: রৈখিকবেগ ঘূর্ণন অংশ হতে দূরত্বের-

    A
    ব্যাস্তানুপাতিক

    B
    বর্গের সমানুপাতিক

    C
    সমানুপাতিক

    D
    বর্গের ব্যস্তানুপাতিক

    Note: Not available
    1. Report
  8. Question: একটি নিক্ষিপ্ত বস্তুর তাৎক্ষণিকবেগের অভিমুখ-

    A
    পরিবর্তনশীল

    B
    বিশ্বজনীন ধ্রুবক

    C
    একটি নির্দিষ্ট প্রাসের ধ্রুবক

    D
    g এর উপর নির্ভরশীল

    Note: Not available
    1. Report
  9. Question: প্রাসের বেগের অনুভূমিক উপাংশ-

    A
    পরিবর্তনশীল

    B
    বিশ্বজনীন ধ্রবক

    C
    একটি নির্দিষ্ট প্রাসের ধ্রুবক

    D
    g এর উপর নির্ভরশীল

    Note: Not available
    1. Report
  10. Question: বাধাহীন পথে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কোন ধরনের?

    A
    অধিবৃত্ত

    B
    উপবৃত্ত

    C
    অর্ধবৃত্ত

    D
    পরাবৃত্ত

    Note: Not available
    1. Report
Copyright © 2026. Powered by Intellect Software Ltd