Question:শিশির ছোটদের আদর করে এবং বড়দের শ্রদ্ধা করে । এর মাধ্যমে সে কোন দায়িত্ব পালন করে
Answer
সমাজের প্রতি দায়িত্ব ।
Question:শিশির ছোটদের আদর করে এবং বড়দের শ্রদ্ধা করে । এর মাধ্যমে সে কোন দায়িত্ব পালন করে
সমাজের প্রতি দায়িত্ব ।
Question:তুমি চাকু দিয়ে একটি আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলছো । ক্ষেত্রে তোমার ঘরে কী থাকা দরকার ?
প্রাথমিক চিকিৎসা বাক্স ।
Question:মনির ভূলে বেজা হাতে বৈদ্যুতিক তারে হাত দিয়েছিল । এক্ষেত্রে কী ঘটতে পারে ?
দুর্ঘটনা ।
Question:মিসেস আমিনা ওষুধ ও কীটনাশকের নাম গায়ে স্পষ্ট করে লিখে রাখেন । এর ফলে কী হবে ?
দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে ।
Question:রুবিনা রান্নার পর গ্যাসের চুলা বন্ধ না করে জালিয়ে রাখেন । এ ফলে কী হতে পারে
যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে ।