Question:মিনা স্কুলে যাওয়ার সময় রাস্তার একটি দুর্ঘটনা দেখতে পায় । এরুপ দুর্ঘটনার অন্যতম কারন কী ?
Answer
অসাবধানে পথ চলা ।
Question:মিনা স্কুলে যাওয়ার সময় রাস্তার একটি দুর্ঘটনা দেখতে পায় । এরুপ দুর্ঘটনার অন্যতম কারন কী ?
অসাবধানে পথ চলা ।
Question:সুমিত রাস্তা পার হওয়ার সময় ওভারব্রিজ ব্যবহার করে । সুমিতের ওভারব্রিজ ব্যাবহারের কারন কী ?
দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ।
Question:নোমান রাস্তার চলার সময় ফুটপাত ব্যাবহার করেনা । এর ফলে কী ঘটতে পারে ?
দুর্ঘটনা ।
Question:তানিয়া রাস্তার দুপাশ দেখে জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হয় । তানিয়ার এরুপ আচরনের কারন কী ?
দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া ।
Question:আহাদ সাহেব নিয়মিত কর প্রদান করেন । এর মাধ্যমে তিনি কোনটির প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করেন ?
রাষ্টের প্রতি ।