আমাদের বাংলাদেশ : ইংরেজ শাসন



  1. Question:সিপাহি বিদ্রোহের পাঁচটি কারন লেখ । 

    Answer
    ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেক আন্দোলন সংঘটিত হলেও ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ছিল সবচেয়ে সফল । এ বিদ্রোহের পাঁচটি কারন হলো -
     ১. কোম্পানীর সৈন্যবাহিনীতে ভারতের সৈন্য ছিল বেশি । তখন ৫০ হাজার ব্রিটিশ সৈন্যের সাথে ৩ লক্ষ ভারতীয় সৈনিক কাজ করত ।
     ২. ১৮৫৬ সালের পর ভারতীয় সেন্যদের ভারেতের বাহিরেও কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল ।
     ৩. কামান ও বন্দুকের কার্তুজ পিচ্চিল করার জন্য গরু শুকরের চর্বি ব্যাবহারের গুজব ‍নিয়ে ধর্মীয় অশান্তি তৈরী করা হয়েছিল ।
     ৪. সৈনিকদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরী হয়েছিল । 
     ৫. সাধারন মানুষও কাম্পানির শাসনের ওপর অসন্তুষ্ট ‍ছিল ।






    1. Report
  2. Question:ব্রিটিশ শাসনের দুইটি ভালো ও দুইটি খারাপ দিক উল্লেখ কর । 

    Answer
    প্রায় দু শত বছর চলা ব্রিটিশ শাসনের কিছু ভালেক ও কিছু খারাপ দিক রয়েছে । 
    ব্রিটিশ শাসনের ভালো দিক -
    ১. শিক্ষা ব্যাবস্থার উন্নতির জন্য নতুন নতুন স্কুল , কলেজ ও বিশ্ববিদ্যালয় একং ছাপাখানা প্রতিষ্ঠা করা হয় ।
    ২ যোগাযোগ ব্যাবস্থার উন্নতির জন্য সড়কপথ, রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফের প্রচলন করা হয় । 
     ‍ব্রিটিশ শাসনের খারাপ দিক -
    ১. ভাগ কর শাসন কর এই নীতির ফলে তারা এদেশের মানুষের মধ্যে ধর্ম বর্ন জাতি এবং অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি করেছিল ।
    ২.অল্প সংখক জমিদারের নিকট অনেক জমির মালিকানা চলে যায় বেশিরভাগ মানুষই ভূমিহীন ও গরিব হয়ে যায় ।
     ব্রিটিশদের শাসন ও শোসনের ফলে আমাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেক পরিবর্তনের সূচনা হয়েছিল ।






    1. Report
  3. Question:বাংলার নবজাগরনে কারা অবদান রেখেছেন ? 

    Answer
    উনিশ শতকে শিক্ষা ও যোগাযোগ ব্যাবস্থার উন্নতির ফলে বাংলায় নবজাগরন ঘটে । বাংলার নবজাগরনে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে উল্লেথয়োগ্য হলেন -
    ১. রাজা রামমোহন রায় 
    ২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
    ৩.নবাব আবদুল লতিফ 
    ৪. সৈয়দ আমীর আলী 
    উপরিউক্ত চারজন ছাড়াও বাংলার আরো অনেকে নবজাগরনে ভূমিকা রেখেছিলেন।






    1. Report
  4. Question:পলাশীর যুদ্ধের ফলাফল সম্পর্কে লেখ । 

    Answer
    বাংলার তরুন নবাব সিরাজ উদ-দৌলার সাথে তার পরিবারের কয়েক সদস্যর সম্পর্ক খারাপ ছিল । সেই সাথে কিছু ব্যাবসায়ী তার শাসনের বিরোধিতা ও ষড়যন্ত্র শুরু করে । 
    এ সুযোগে বাংলার সম্পদ লোভী ইংরেজরা ১৯৫৭ সালের ২৩শে জুন পলাশীর যুদ্ধে শিরাজ উদ - দৌলাকে পরাজিত করে ।
    এর ফলে বাংলায় ইংরেজ শাসন শুরু হয় । প্রায় দু-শত বছর বাংলার স্বাধীনতা ইংরেজদের হাতে চলে যায় । এতে করে বাংলার অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অনেক পরিবর্তন শুরু হয় । শিক্ষা ও যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নের ফলে বাংলায় নবজাগরন ঘঠে ।
    তাই পলাশীর যুদ্ধের ফলাফল ছিল সুদূর প্রসারী ।






    1. Report
  5. Question:সিপাহি বিদ্রোহে বাংলার ভূমিকা কী ছিল ? 

    Answer
    ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ছিল বাংলার ইতিহাসের গুরুত্বপুর্ন ঘটনা । সিপাহিদের দ্বারা এ বিদ্রোহ শুরু হলেও সাধারন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ।
    সিপাহি বিদ্রোহ বাংলায় শুরু হয়েছিল । পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পান্ডার নেতৃত্বে এ বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে ।
    কোম্পানির সৈনিকদের বিরুদ্ধে বাংলার সৈনিকদের বিদ্রোহের ফলে ভারতের অন্যাণ্য স্থানে  এ সংবাদ দ্রত  ছড়িয়ে পড়ে । ফলে সমগ্য ভারতে কোম্পানির সৈন্যদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd