আমাদের বাংলাদেশ : ইংরেজ শাসন



  1. Question:সাহিত্যকগন রাজনৈতিক আন্দোলনে কী ধরনের ভূমিকা পালন করতে পারেন ? 

    Answer
    সাহিত্যকগন তাদের লেখার মাধ্যমে রাজনেতিক আন্দোলনে ভূমিকা পালন করতে পারেন ।
    ভারতবর্ষে শিক্ষার প্রসার ও নবজাগরনের ফলে দেশপ্রেমের বিস্তার ঘটে । দেশকেপ্রেমকে ধারন করে কবি যেমন কবিতা লেখেন, তেমনি গল্পকার গল্পকার গল্প লেখেন । নাট্যকার তার নাটকে দেশ প্রেমকে প্রাধান্য দিয়ে শাসন শোসনের বিষয়টিকে তুলে ধরেন । এমন করে কবিতা, গল্প, নাটক ও গানের মাধ্যমে বাঙ্গালীর মধ্যে স্বাধীকার চেতনার প্রসার ঘটে আর স্বাধিকার চেতনাই রাজনৈতিক চেতনাকে এগিয়ে নিয়ে যায় । 
    রাজনৈতিক আন্দোলনে বাংলার সাহিত্যকদের ভূমিকা ছিল অনন্য এদের মধ্যে কবি গুরু রবীনদ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় শরৎচন্দ্র ‍চট্রোপাধ্যায় উল্লেখযোগ্য । 
    তাই সাহিত্যগন তাদের লেখায় মানুষ সচেতন করার মাধ্যমে রাজনৈতিক আন্দোলনে ভূমিকা রাখতে পারে ।






    1. Report
  2. Question:বাংলার শেষ স্বাধীন নবাবের সময়ে ইংরেজ বনিকদের বানিজ্য সংস্থার নাম কী ছিল ? 

    Answer
    ব্রিটিশ ইস্ট ইন্ডয়া কোম্পানিী ।






    1. Report
  3. Question:১৬০১ সালে বানিজ্য পরিচালনার জন্য ভারতে একটি কো্ম্পানী প্রতিষ্ঠা করা হয় । কো্ম্পানীর নাম কী ? 

    Answer
    ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী ।






    1. Report
  4. Question:বাংলার শেষ স্বাধীন নবাব মাত্র ২২ বছর বয়সে সিংহাসনে বসেন ? এ নবাবের নাম কী 

    Answer
    নবাব সিরাজ উদ দৌলা






    1. Report
  5. Question:ক নামক দেশে প্রায় দুই শত বছর বিদেশি শাসন অব্যাহত ছিল । ক দেশের মত আমাদের উপমহাদেশে কোন শাসন অব্যাহত ছিল ? 

    Answer
    ইংরেজ শাসন






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd