Question:বাঁশের কেল্লা কোথায় নির্মান করা হয় ?
Answer
বারাসতের কাছে নারকের বাড়িয়ায় ।
Question:বাঁশের কেল্লা কোথায় নির্মান করা হয় ?
বারাসতের কাছে নারকের বাড়িয়ায় ।
Question:ইংরেজ শক্তির বিরুদ্ধে এক যুদ্ধে নবাব সিরাজ উদ দৌলা পরাজিত হন ।এ যুদ্ধের নাম কী ছিল ? এ যুদ্ধ কখন সংঘটিত হয় ? এ যুদ্ধে নবাব সিরাজ উদ দৌলার পতনের তিনটি কারন লেখ ।
এ যুদ্ধের নাম ছিল পলাশীর যুদ্ধ । পলাশীর যুদ্ধ ১৯৫৭ন সালের ২৩ এ জুন সংঘটিত হয় । নবাব সিরাজ উদ দৌলার পতনের তিনটি কারন লেখ । ১. নবাব সিরাজ উদ দৌলা সিংহাসণে বসার পর ইংরেজ বনিকদের সাথে বিরোধ । ২. ঘষেটি বেগম সেনাপতি মীর জাফর এবং বনিকদের গুষ্ঠির রায় দুর্লভ ও জগৎশ্রেঠের নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া । ৩. যুদ্ধে সেনাপতি মীর জাফরের বিশ্বাস ঘাতকতা ।
Question:১৮৫৮ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত বাংলা সহ ভারতে এক ধরনের শাসন বিদ্যমান ছিল । এখানে কোন শাসনের কথা বলা হয়েছে ? বাংলা উক্ত শাসনের প্রভাব চারটি বাক্য লেখ ।
ব্রিটিশ শাসনের কথা বলা হয়েছে । বাংলায় ব্রিটিশ শাসনের চারটি প্রভা্ব । ১. ভাগ কর শাসন কর নীতির ফলে এদেশের মানুষের মধ্যে ধর্ম বর্ন জাতি এবং অঞ্চলভেদে বিবেদ সৃষ্টি হয় । ২. অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয় । ৩. নতুন নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফরে শিক্ষা ব্যাবস্থার উন্নতি হয় । ৪. সড়কপথ ও রেরপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যাবস্থার বিশেষ উন্নতি হয় ।
Question:১৮৫৭ সালে সংগটিত একটি বিদ্রোহের প্রেক্ষাপটে বাহাদুর শাহ পার্কে স্মতিস্তম্ভ নির্মিত হয়েছে ? বিদ্রোহটির নাম কী । কার নেতৃত্বে এ বিদ্রোহ শুরু হয় ? উক্ত বিদ্রোহটির তিনটি কারন লেখ ।
বিদ্রোহটির নাম সিপাহি বিদ্রোহ । মঙ্গর পান্ডেরে নেতৃত্বে সিপাহি বিদ্রোহ শুরু হয় । সিপাহি বিদ্রোহের তিনটি কারন- ১. সেনাবাহিনীতে সিপাহি পদে ভারতীয় সংখ্যাধিক্য ছিল । ২. ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরী হয়েছিল । ৩. ১৮৫৬ সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল ।
Question:কত বছর বয়সে সিরাজ উদ দৌলা বাংলার নবাব হন ? সিংহাসনে আহরনের পর তাকে কোন শক্তির মুখোমুখি হতে হয় ? নবাবের বিরুদ্ধে তিনজন ষড়যন্ত্রকারীর নাম দাও ?
মাত্র ২২ বছর বয়সে সিরাজ উদ দৌলা বাংলার নবাব হন । সিংহাসনে আহরনের পর তাকে নানা ষড়যন্ত্র ও বিরোধি শক্তির মুখোমুখি হতে হয় । নবাবের বিরুদ্ধে তিনজন ষড়যন্ত্রকারীর পরিচয় - ১. বড় খালা ঘষেটি বেগম ২. সেনাপতি মীর জাফর আলী খান ৩. বনিক গোষ্ঠির রায়দুর্লভ ।