আমাদের মুক্তিযুদ্ধ



  1. Question:মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকার কথন গঠিত হয় ? 

    Answer
    ১৯৭১ সালের ১০ই এপ্রিল ।






    1. Report
  2. Question:মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল ? 

    Answer
    মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আমবাগানে






    1. Report
  3. Question:মুক্তিযুদ্ধের কিছু দিনের মধ্যে বাংলাদেশে একটি সরকার গঠিত হয় । এ সরকার কত তারিখ গঠিত হয়েছিল ? এ সরকারের রাষ্টপতি কে ছিলেন ? মুক্তিযুদ্ধে এ সরকারের ভুমিকা তিনটি বাক্য লেখ ? 

    Answer
    এ সরকার  অর্থাৎ মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত হয়েছিল । 
    এ সরকারের রাষ্টপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
    মুক্তিযুদ্ধে এই সরকারের ভূমিকা সম্পর্কে তিনটি বাক্য ।
    ১. মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনায় মুক্তিবাহিনী গঠন করে । 
    ২. এ সরকারের অনুপ্রেরনায় অগনিত মানুষ দেশকে মুক্ত করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ।
    ৩.দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত ও সমর্থন আদায়ে গুরুত্বপু্র্ন ভূমিকা পালন করে ।






    1. Report
  4. Question:কীভাবে আমরা স্বাধীন বাংলাদেশ লাভ করেছি ? 

    Answer
    মুক্তিযুেদ্ধের মাধ্যমে






    1. Report
  5. Question:মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করা হয় কাকে ? 

    Answer
    জেনারেল মুহাম্মদ আতাউল গনি উসমানীকে






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd