Question:কোন অঞ্চল মক্তিযুদ্ধের সময় ৬নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ?
Answer
ব্রক্ষপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যাতীত সমগ্র রংপুর জেলা ও ঠাকুরগাঁও ।
Question:কোন অঞ্চল মক্তিযুদ্ধের সময় ৬নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ?
ব্রক্ষপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যাতীত সমগ্র রংপুর জেলা ও ঠাকুরগাঁও ।
Question:মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় ?
১১টি সেক্টরে ভাগ করা হয় ।
Question:মুক্তিযুদ্ধের সময় কে ফোর্সের এর অধিনায়ক কে ছিলেন ?
মেজর খালেদ মোশাররফ
Question:কাদেরকে মুক্তিপৌজ বলা হতো ?
বাঙ্গালী সামরিক অফিসার ও সেন্যদের নিয়ে গঠিত মুক্তিবাহিনিীর নিয়মিত বাহিনিীকে মুক্তিফৌজ বলা হয় ।
Question:মুক্তিযুদ্ধে কারা অংশ নেয় ?
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, সশস্র বাহিনীর বাঙ্গালী সদস্যসহ নারী পুরুষ অংশ নেয় ।