বাংলাদেশের অর্থনীতি: কৃষি ও শিল্প



  1. Question:বাংলাদেশের একটি অর্থকরী কৃষিপন্য সিলেট ও চট্রগ্রাম এলাকায় বেশি উৎপন্ন হয় । এ অর্থকরী কৃষিপন্যটির নাম কী ? কৃষিপন্যটি সম্পর্কে চারটি গুরুত্বপূর্ন তথ্য লেখ । 

    Answer
    এ অর্থকরী কৃষিপন্যটির নাম চা ।
    চা সম্পর্কে চারটি গুরুত্বপুর্ন তথ্য হলো -
    ১. চা রপ্তানি বাংলাদেশ অনেক বৈদাশিক মুদ্রা অর্জন করে । 
    ২. বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলাতেও চা চাষ হচ্ছে । 
    ৩. বিশেষ সুনাম থাকায় বিদেশে বাংলাদেশের চায়ের অনেক চাহিদা আছে । 
    ৪. বাংলাদেশের অর্থনীতিতে চা গুরু্ত্বপুর্ন ভূমিকা পালন করে ।






    1. Report
  2. Question:কামাল সাহেবের কারখানায় কার্পেট, রশি, বস্তা তৈরী হয় । এগুলো তৈরীতে কী ব্যাবহার কর হয় । উক্ত দ্রব্য সম্পর্কে চারটি বাক্য লেখ । 

    Answer
    কার্পেট, রশি, বস্তা তৈরীতে পাট ব্যাবহার করা হয় । 
    পাট সম্পর্কে চারটি বাক্য -
    ১. কাঁচামাল হিসেবে পাট আমরা বিদেশে রপ্তানি করি । 
    ২. পাট জাত বিভিন্ন পন্যও বিদেশে রপ্তানি করা হয় । 
    ৩. পাটকল গুলো সাধারনত নারায়নগঞ্জ, চাদপুর, খুলনার দৌলতপুরসহ নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত ্ 
    ৪. পরিবহন সুবিদার কারনে পাটকলগুলো তীরবর্তী অঞ্চলে স্থাপন করা হয় ।






    1. Report
  3. Question:বাংলাদেশের প্রধান ফসল কোনটি ? উক্ত ফসলটি কেন প্রধান হিসেবে বিবেচিত ?ফসলটি সম্পর্কে তিনটি বাক্য লেখ । 

    Answer
    বাংলাদেশের প্রধান ফসল । 
    আমাদের প্রধান খাদ্য ভাত হওয়ায় ধান প্রধান ফসল হিসেবে বিবেচিত । 
    ধান সম্পর্কে তিনটি বাক্য -
    ১. বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ধান চাষের উপযোগী । 
    ২. ধান আমাদের প্রধান খাদ্যশস্য 
    ৩. বাংলাদেশ আউশ , আমন ও বোরো এই তিন ধরনের ধান চাষ হয়






    1. Report
  4. Question:আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী ? উক্ত ফসলটি সম্পর্কে চারটি বাক্য লেখ । 

    Answer
    আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী । আলু সম্পর্কে চারটি বাক্য -
    
    ১. আলু্ একটি প্রয়োজনীর খাদ্য 
    ২. আমাদের দেশের গোল আলু ও মিষ্টি আলুর চাষ বেশি হয় । 
    ৩. দেশে উৎপাদিত আলু দেশের মানুষের চাহিদা পূরন করে । 
    ৪. দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ব আলু দেশের বাহিরে রপ্তানি করা হয়






    1. Report
  5. Question:পাট কী ? পাটকে সোনালীআঁশ বলা হয় কেন ? পাটের তিনটি ব্যাবহার লেখ । 

    Answer
    পাট এক প্রকার সোনালী আঁশ । 
    পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশে প্রতিবছর প্রচুর পরিমান বৈদাশিক মুদ্রা অর্জন করে । এজন্য বাংলাদেশে পাটকে সোনালী আশঁ বলা হয় । পাটের তিনটি ব্যবহার 
    ১. পাট দিয়ে তৈরীকৃত রাশি পন্যসামগ্রী ও অন্যন্য জিনিসপত্র বেঁধে রাখার কাজে ব্যাবহৃত হয় । 
    ২. পাটের তৈরী কার্পেট বাড়িতে ,মসজিদ ও অফিস আদালতে ব্যাবহার করা হয় । 
    ৩. পাট দিয়ে তৈরীকৃত বস্তা পন্যসামগ্রী বহন করার কাজে ব্যবহৃত হয় ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd