Question:বাংলাদেশে কয়টি সরকারী কাগজের কল রয়েছে ?
Answer
৩টি ।
Question:বাংলাদেশে কয়টি সরকারী কাগজের কল রয়েছে ?
৩টি ।
Question:যখন কোন পন্য ক্ষুদ্র পরিসরে বাড়িঘরে অল্প পরিমানে তৈরী করা হয় তাকে কী বলে?
কুটির শিল্প ।
Question:জামালপুর জেলার ইসলামপুর কিসের জন্য বিখ্যাত ?
কাঁসা শিল্প ।
Question:ক বাংলাদেশের প্রধান ফসল । এটি দেশের প্রায় সর্বত্র উৎপন্ন হয় । ফসলটির নাম কী । ফসলটি সম্পর্কে চারটি বাক্য লিখ ?
ফসলটির নাম ধান । ধান সম্পর্কে চারটি বাক্য - ১. আমাদের তিনটি প্রধান খাদ্য শস্যের একটি হচ্ছে ধান । ২. বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু অগভীর জলভূমি ধান চাষের জন্য উপযোগী । ৩. বাংলাদেশের আউশ আমন বোরো এই তিন ধরনের ধানের চাষ বেশি হয় । ৪. ধান তথা ভাতে এদেশের মানুষের প্রধান খাদ্য ।
Question:আমাদের দেশে দিন দিন একটি ফসলর চাষ প্রসার লাভ করেছে । যেটি দেশের উওর পশ্চিম অঞ্চলে বেশি হয় । ফসলটির নাম কী ? ফসলটি কখন চাষ করা হয় ? ফসলটি সম্পর্কে তিনটি বাক্য লিখ ।
ফসলটির নাম গম । গম শীতকারে চাষ করা হয় । গম সম্পর্কে তিনটি বাক্য - ১. বাংলাদেশের উওর পশ্চিম অঞ্চলে গম উৎপাদন বেশি হয় । ২. গমের আটায় তৈরী বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে । ৩. শীতকালে গমের চাষ করা হয় ।