Question:ওঁরাওদের সমাজব্যাবস্থা কীরুপ ?
Answer
পিতৃতান্ত্রিক ।
Question:ওঁরাওদের সমাজব্যাবস্থা কীরুপ ?
পিতৃতান্ত্রিক ।
Question:ওঁরাওদের নিজস্ব আঞ্চলিক পরিষদের নাম কী ?
পাহতো ।
Question:ওঁরাও নৃ গোষ্ঠীরা ফাল্গুন মাসের শেষ তারিখে কোন উৎসব পালন করে ?
ফাগুয়া ।
Question:বাংলাদেশের একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর আদি ধর্মের নাম সাংসারেক । এ জনগোষ্ঠীর নাম কী ? এদের আদি নিবাস ছিল কোথায় ? এদের সমাজব্যাবস্থা সম্পর্কে তিনটি বাক্য লেখ ।
ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নাম গারো । এদের আদি নিবাস ছিল তিব্বতে । গারোদের সমাজব্যাবস্থা সম্পর্কে তিনটি বাক্য - ১. গারো সমাজ মাতৃতান্ত্রিক ২. গারো নারীরাই মা পরিবারের প্রধান এবং সম্পওির অধিকারী । ৩. মেয়েদের সুত্র ধরেই তাদের দল , গোত্র ও বংশ গড়ে উঠে ।
Question:সাহানা তার এক ক্ষুদ্র নৃ গোষ্ঠী বন্ধুর বাড়িতে বাঁশের কোড়ল দিয়ে তৈরী করা একটি ঐতিহ্যবাহী খাবার খেল । সাহানার বন্ধু কোন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর তাদের সমাজব্যাবস্থা কীরুপ ? তাদের উৎসব সম্পর্কে তিনটি বাক্য লেখ ।
সাহানারার বন্ধু গারো নৃ গোষ্ঠীর অধিবাসি । তাদের সমাজব্যবস্থা মাতৃতান্ত্রিক । গারোদের উৎসব সম্পর্কে তিনটি বাক্য ১. গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়াংগালা । ২. এই সময় তারা সূর্য দেবতা সালজং এর প্রতি নতুন শষ্য মাসে উৎসর্গ করেন । ৩. সাধারনত নতুন শস্য তোলার সময় অক্টোবর বা নভেম্বর মাসে উৎসবটি হয় ।