Question:সিলেট বসবাসকারী সুশান্ত মনখেমে ভাষায় কথা বলে । সুশান্ত কোন নৃ গোষ্ঠীর অধিবাসি ? তাদের প্রধান দেবতার নাম কী ? তাদের সমাজব্যবস্থা সম্পর্কে তিনটি বাক্য লেখ ।
Answer
সুশান্ত খাসি নৃ গোষ্ঠীর অধিবাসি । তাদের প্রধান দেবতা নাম উব্লাই নাংথই । খাসিদের সমাজব্যবস্থা সম্পর্কে তিনটি বাক্য - ১. খাসিদের সমাজব্যবস্থা মাতৃতান্ত্রিক । ২. পারিবারিক সম্পওির বেশিরভাগের উওরাধিকারি হয় পরিবারের সবছেয়ে ছোট মেয়ে । ৩. খাসি জনগোষ্ঠী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে ।