বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি



  1. Question:ওঁরাওদের প্রধান উৎসবের নাম কী ? ওঁরাওদের ভাষার নাম কী ? ওঁরাওদের সমাজব্যবস্থা সম্পর্কে তিনটি বাক্য লেখ । 

    Answer
    ওঁরাওদের প্রধান উৎসবের নাম ফাগুয়া । 
    ওঁরাওদের ভাষার নাম কুড়ুখ ও সাদ্রি । 
    ওঁরাওদের সমাজব্যবস্থা সম্পর্কে তিনটি বাক্য -
    ১. ওঁরাওদের গ্রাম প্রধানকে মাহাতো বলে । 
    ২. ওঁরাওদের সমাজব্যবস্থা পিতৃতান্ত্রিক । 
    ৩. তাদরে নিজস্ব আঞ্চলিক পরিষদ আছে যা পাহাতো নামে পরিচিত ।






    1. Report
  2. Question:ওঁরাওদের সমাজব্যবস্থা কীরুপ ? এদের পোশাক ও খাবার সম্পর্কে দুটি করে বাক্য লেখ । 

    Answer
    ওঁরাওদের সমাজব্যবস্থা পিতৃতান্ত্রিক । 
    ওঁরাওদের পোশাক সম্পর্কে দুটি বাক্য -
    ১. ওঁরাও পুরুষ ধুতি, লুঙ্গি, শার্ট প্যান্ট পরেন । 
    ২. মেয়েরা মোটা কাপড়ের শাড়ি ও ব্লাউজ পরেন । 
    ওঁরাওদের খাবার সম্পর্কে দুটি বাক্য -
    ১. ওঁরাওদের প্রধান খাবার ভাত । 
    ২. এছাড়াও তারা গম, ভুট্রা, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকেন ।






    1. Report
  3. Question:বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালের ২৪িএ অক্টোবর একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা লাভ করে । সংস্থাটির নাম কী 

    Answer
    জাতিসংঘ






    1. Report
  4. Question:জাতসংঘের একটি পরিষদের পাঁচটি স্থায়ী ও দশটি অস্থায়ী সদস্য রাষ্ট রয়েছে । এখানে কোন পরিষদকে বোঝানো হয়েছে ? 

    Answer
    নিরাপওা পরিষদ ।






    1. Report
  5. Question:জাতিসংঘের ক শাখাটি অছিভুক্ত এলাকা সমুহর তও্ববধান করে । ক দ্ধারা কোন শাখাকে বুঝানো হয়েছে ? 

    Answer
    অছি পরিষদ ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd