বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি



  1. Question:সার্কের পুরো নাম কী ? সার্ক কত সালে গঠিত হয় ? সার্কের তিনটি উদ্দেশ্যে লেখ । 

    Answer
    সার্কের পুরো নাম দক্ষিন এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা । এটি ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে গঠিত হয় । সার্কের তিনটি উদ্দেশ্যে -
    ১. সদস্য দেশগুলোর অর্থনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা ।
    ২. এক রাষ্ট কর্তৃক অন্য রাষ্টের অভ্যান্তরীন বিষয়ে হস্তক্ষেপ না করা । 
    ৩. দেশগুলোর মধ্যে ভ্রাৃতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলে মিশে চলা ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd