Question:কোন সালে আফগানিস্তান সার্কের সদস্য হয় ?
Answer
২০০৭ সালে ।
Question:কোন সালে আফগানিস্তান সার্কের সদস্য হয় ?
২০০৭ সালে ।
Question:বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালের ২৪এ অক্টোবর একটি সংস্থা গঠিত হয় । সংস্থাটির নাম কী ? সংস্থাটির কতটি শাখা রয়েছে ? সংস্থাটি গঠনের প্রধান তিনটি উদ্দেশ্যে লেখ ।
সংস্থাটির নাম জাতিসংঘ। জাতসংঘের ৬টি শাখা রয়েছে । জাতিসংঘের প্রধান তিনটি উদ্দেশ্য হলো - ১. বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা । ২. বিভিন্ন জাতি তথা দেশের মধ্যে সম্প্রীতি স্থাপন করা । ৩. অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলা ।
Question:জাতসংঘের একটি সংস্থা রয়েছে যার সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত । সংস্থাটির নাম কী ? সংস্থাটি সম্পর্কে চারটি বাক্য লেখ ।
সংস্থটির নাম ইউনেস্কো । ইউনেস্কো সম্পর্কে চারটি বাক্য - ১. ইউনেস্কো জাতিসংঘের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা । ২. এটি বিভিন্ন রাষ্টের শিক্ষা , বিজ্ঞান ও সাংস্কৃতিক উন্নয়ন , বিকাশ ও সংরক্ষনের জন্য কাজ করেন । ৩. এটির উদ্যেগে ২১ ফেব্রায়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে । ৪. বাংলাদেশের সু্ন্দরবন পাহাড়পুর সহ প্রত্নতাও্বিক নিদর্শন রক্ষায় ইউনেস্কো সহযোগিতা করেছে ।
Question:জাতিসংস্থার একটি উন্নয়ন সংস্থার অধীনে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় । সংস্থাটির নাম কী ? সংস্থাটি বিশ্বের কয়টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে ? এর কার্যক্রম সম্পর্কে তিনটি বাক্য লেখ ।
সংস্থাটির নাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা । সংস্থাটি বিশ্বের ৬টি অঞ্চলের কার্যক্রম পরিচালনা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পর্কে তিনটি বাক্য - ১. বাংলাদেশ সংস্থাটির দক্ষিন পূর্ব এশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত । ২. বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা ও উপায় সম্পর্কে সংস্থাটি সচেতন করে । ৩. মা ও শিশুর স্বাস্থ্য , পুষ্টি , পরিবার পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করে যাচ্ছে ।
Question:১৯৮৫ সালে দক্ষিন এশিয়ায় একটি সংস্থা গঠিত হয় । সংস্থাটির নাম কী ? এর সর্বশেষ সদস্য কবে যুক্ত হয় ? সংস্থাটির তিনটি লক্ষ্য ও উদ্দেশ্য লেখ ।
সংস্থটির নাম সার্ক । সার্কের তিনটি লক্ষ্য ও উদ্দেশ্য - ১. দেশগুলোর মধ্যে ব্রাতৃত্ব সৃষ্টি ও পরস্পরে মিলেমিশে চলা । ২. সদস্য দেশগুলোর অর্থনৈতিক , সামাজিক, সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা । ৩. বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতাপুর্ন সম্পর্ক তৈরী করার মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন করা ।