বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি



  1. Question:মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি বাহিনী একটি বিশেষ হত্যাযজ্ঞ পরিচারনা করে । এ হত্যাযজ্ঞটি কখন পরিচালিত হয় ? এর মূল উদ্দেশ্য কী ছিল ? এ হত্যাযজ্ঞে শহিদ তিনজনের নাম লেখ । 

    Answer
    ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর এর মধ্যে এ হত্যাযজ্ঞটি পরিচালিত হয় । 
    বাঙ্গালি জাতিকে মেধাশুন্য করতে এবং বিশ্বের বুকে তারা মাথা উঁচু করে না দাড়াতে পারে সে উদ্দেশ্যই এ হত্যাযজ্ঞটি পরিচালিত হয়েছিল ।
    এ হত্যাযজ্ঞে শহিদ তিনজন হলেন 
     ১. অধ্যাপক আনোয়ার পাশা 
     ২. অধ্যাপক মুনীর চৌধুরী 
     ৩. অধ্যাপক মুফাজ্জর হায়দার চৌধুরী






    1. Report
  2. Question:রাফিদের স্কুলে বিজয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠান হচ্চিল । উক্ত দিবস কত তারিখে পালিত হয় ? দিবসটির তাৎপর্য চারটি বাক্য লেখ । 

    Answer
    রাফিদের স্কুলে উদযাপিত দিবসটি অর্থাৎ বিজয় দিবস ১৬ই ডিসেম্বর পালিত হয় । 
    ১৬ই ডিসেম্বরের তাৎপর্য সমর্কে চারটি বাক্য -
     ১. এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী আত্নসমর্পন করেছিল ।
     ২. এ দিনে জন্ম নেয় বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট । 
     ৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন তা অর্জিত হয় ১৬ই ডিসেম্বরে । 
     ৪. এ দিনে আমরা পরাধীনতার শৃঙ্খর থেকে মুক্ত হই ।






    1. Report
  3. Question:মুজিব নগর সরকার কবে গঠিত হয় ? এ সরকার সম্পর্কে চারটি বাক্য লেখ । 

    Answer
    মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত হয় । মুজিবনগর সরকার সম্পর্কে চারটি বাক্য -
     ১. ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকর শপথ গ্রহন করে । 
     ২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন  এ সরকারের রাষ্ট্রপতি ।
     ৩. মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায় । 
     ৪. এ সরকারের নেতৃত্বে সকল শ্রেনীর বাঙ্গালিরা দেশকে শত্রু মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন ।






    1. Report
  4. Question:মুক্তিযুদ্ধে সাধারন মানুষ কীভাবে অংশ নিয়েছিলেন পাঁচটি বাক্য লেখ । 

    Answer
    মুক্তিযুদ্ধে সাধারন মানুষ যেভাবে অংশ নিয়েছিলেন সে সম্পর্কিত পাঁচটি বাক্য -
     ১. মুক্তিযোদ্ধাদের আশ্রয় ‍দিয়ে 
     ২. খাদ্য দিয়ে 
     ৩. শত্র্রু সম্পর্কিত তথ্য সংগ্রহ করে 
     ৪. লড়াই চালিয়ে যেতে উদ্বুব্ধ করে । 
     ৫. যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহন করে ।






    1. Report
  5. Question:শহিদ বুদ্ধিজীবী দিবস আমরা কত তারিখে পালন করি ? চারজন শহিদ বুুদ্ধিজীবীর নাম লিখ । 

    Answer
    শহিদ বুদ্ধিজীবী দিবস আমরা ১৬ ডিসেম্বর পালন করি ।
    চারজন শহিদ বুদ্ধিজীবী হলেন -
     ১. অধ্যাপক রাশীদুল হাসান 
     ২. অধ্যাপক সন্তোস চন্দ্র ভট্রাচার্য 
     ৩. সাংবাদিক সেলিনা পারভিন 
     ৪. অধ্যাপক মুনির চৌধুরী






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd