বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি



  1. Question:কত শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে ? এ ধরনের আন্দোলন সম্পর্কে চারটি বাক্য লেখ । 

    Answer
    ২০ শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে । ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন সম্পর্কে চারটি বাক্য -
    ১. ভারতের বড় আন্দোলন গুলোর মধ্যে ছিল স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং সশস্ত্র যুব বিদ্রোহ । 
    ২. এসব আন্দোলনে মাস্টারদা সূর্যসেন প্রীতিলতা ওয়াদ্দেদার এবং ক্ষুদিরামের আত্নত্যাগ ও সাহসিকতা চিরস্বরনীয় । 
    ৩. রাজনৈতিক আন্দোলন তৃতীয় ধাপে নেতৃত্ব দিয়েছেন নেতাজী সুভাষ চন্দ্র বষু এবং সেরে বাংলা এ কে ফজলুর হক । 
    ৪. কাজী নজরুর ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্রোপাধ্যায় তাঁদের লেখনির মাধ্যমে বাঙ্গালির স্বাধিকার চেতনা বৃদ্ধিতে ভুমিকা রাখে ।






    1. Report
  2. Question:মিনা শিক্ষা সফরে বগুড়ায় মৌর্য আমলের একটি ঐতিহাসিক স্থানে যায় । উক্ত স্থানের নাম কী ? 

    Answer
    মহাস্থানগড়






    1. Report
  3. Question:মহাস্থানগড় প্রায় ১৯০০ বছরের ইতিহাস সাক্ষ্য বহন করে । মৌর্য আমলে এটি কী নামে পরিচিত ছিল ? 

    Answer
    পন্ড্রনগর






    1. Report
  4. Question:বাংলাদেশের বিভিন্ন স্থানে রয়েছে নানা ঐতিহাসিক স্থান ও নিদর্শন । এগুলোর মাধ্যমে আমরা কী জানতে পারি ? 

    Answer
    অতীত সভ্যতা ও সংস্কৃতি






    1. Report
  5. Question:রনিদের বাড়ি নরসিংদী জেলায় । সেখানে কয়েক বছর আগে দুটি গ্রামে মৌর্য আমলের নিদর্শন পাওয়া যায় । গ্রাম দুটির নাম কী ? 

    Answer
    উয়ারী ও বটেশ্বর






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd