বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি



  1. Question:মুক্তিযুুদ্ধের রণাঙ্গনকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল? 

    Answer
    মুক্তিযুুদ্ধের রণাঙ্গনকে ৩টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। এগুলো হলো- ‘জেড ফোর্স’, ‘এস ফোর্স’ এবং ‘কে ফোর্স’।






    1. Report
  2. Question:জেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন? 

    Answer
    মেজর জিয়াউর রহমান জেড ফোর্সের অধিনায়ক ছিলেন।






    1. Report
  3. Question:কাদের নিয়ে মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী গঠিত হয়েছিল? 

    Answer
    বাঙালি সামরিক অফিসার ও সৈন্যদের নিয়ে গঠিত হয়েছিল মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী।






    1. Report
  4. Question:কাদেরকে ‘মুক্তিফৌজ’ বলা হতো? 

    Answer
    বাঙালি সামরিক অফিসার ও সৈন্যদের নিয়ে গঠিত মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনীকে ‘মুক্তিফৌজ’ বলা হতো






    1. Report
  5. Question:অনিয়মিত বাহিনী কাদের নিয়ে গড়ে উঠেছিল? 

    Answer
    বেসামরিক সর্বস্তরের জনগণকে নিয়ে অনিয়মিত বাহিনী গড়ে উঠেছিল।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd