বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি



  1. Question:কখন যৌথবাহিনী গঠন করা হয়? 

    Answer
    ১৯৭১ সালের ২১ নভেম্বর যৌথবাহিনী গঠন করা হয়।






    1. Report
  2. Question:পাকিস্তানি বাহিনীর প্রধান কখন, কোথায় আত্মসমর্পণ করে? 

    Answer
    ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকালে পাকিস্তানি বাহিনীর প্রধান ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে।






    1. Report
  3. Question:মুক্তিযুদ্ধের বীরত্বসূচক উপাধি কয়টি? 

    Answer
    মুক্তিযুদ্ধের বীরত্বসূচক উপাধি চারটি। যথা- ১. বীরশ্রেষ্ঠ, ২. বীর উত্তম, ৩. বীর বিক্রম ও ৪. বীর প্রতীক।






    1. Report
  4. Question:সর্বোচ্চ বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি কী? 

    Answer
    সর্বোচ্চ বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি হলো বীরশ্রেষ্ঠ। মোট সাত জন এ উপাধিতে ভূষিত হয়েছিলেন।






    1. Report
  5. Question:বীরশ্রেষ্ঠ উপাধি কী? 

    Answer
    এটি সর্বোচ্চ বীরত্বসূচক পুরস্কার। মুক্তিযুুদ্ধে অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করতে গিয়ে যারা শহিদ হয়েছে- এটি তাঁদেরকে দেওয়া হয়েছে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd