1. Question:তোমার পরিবারের লোকসংখ্যা ৪ জন এবং তোমার বন্ধুর পরিবারের লোকসংখ্যা ১০ জন। তোমার পরিবারের ১টি সুবিধা উল্লেখ কর। তোমার বন্ধুর পবিারের চারটি অসুবিধা উল্লেখ কর। 

    Answer
    আমার পরিবারের একটি সুবিধা হলো-
    ১. পরিবারের লোকসংখ্যা কম বলে প্রয়োজনীয় চাহিদাগুলো সহজেই মেটানো যায়।
    তোমার বন্ধুর পরিবারের চারটি অসুবিধা হলো-
    ১. অনেকে পুষ্টিকর খাবার পায় না।
    ২. বাড়িতে থাকার জন্য যথেষ্ট স্থান  পাওয়া যায় না।
    ৩. প্রয়োজনীয় পেশাকের অভাব হয়।
    ৪. বড় পরিবারে ময়লা আবর্জনা বেশি হয় বলে পরিবশে দূষত হয়।






    1. Report
  2. Question:পরিবারের লোকসংখ্যা বেশি হলে কোন কোন প্রয়োজন মেটানো সম্ভব না? 

    Answer
    পরিবারের লোকসংখ্যা বেশি হলে মৌলিক প্রয়েঅজন গুলো অনেক সময় মেটানো সম্ভব হয় না। যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য ও চিকিৎসা ইত্যাদি প্রয়োজন মেটানো সম্ভব না।






    1. Report
  3. Question:বাসে অতিরিক্ত মানুষ উঠলে কী হয়? 

    Answer
    বাসে অতিরিক্ত মানুষ উঠলে দুর্ঘটনা ঘটে।






    1. Report
  4. Question:রাস্তায় বেশি যানবান থাকলে কী অসুবিধা হয়? 

    Answer
    রাস্তায় বেশি যানবান থাকলে মানুষের যাতায়াতে অসুবিধা হয়।






    1. Report
  5. Question:বেশি জনসংখ্যা হলে যানবাহনের ওপর কী প্রভাব পড়ে? 

    Answer
    অীধক জনসংখ্যা হলে বাস, ট্রেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝায় হয়। ফলে সীমিত যানবাহনের ওপর চাপ পড়ে। এজন্যে অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে মানুষ মারা যায়। আবার কিছু মানুষ চিরতরে পঙ্গু হয়ে যায়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd