Question:কারা কারও ক্ষতি না করে উপকার করে?
Answer
ভালো মানুষেরা কারও ক্ষতি না করে উপকার করে।
Question:কারা কারও ক্ষতি না করে উপকার করে?
ভালো মানুষেরা কারও ক্ষতি না করে উপকার করে।
Question:সবাইকে সমান চোখে দেখা কোন ধরনের কাজ?
সবাইকে সমান চোখে দেখা ভালো কাজ।
Question:তুমি সবসময় সত্য কথা বলো, অন্যকে বিপদে সাহায্য কর। সত্য কথা বলা কী ধরনের কাজ? এ ধরনের কাজের আরও চারটি উদাহরণ দাও।
সত্য কথা বলা ভালো কাজ। আরও চারটি ভালো কাজ হলো- ১. সবার সাথে ভালো ব্যবহার করা। ২. অন্যের উপকার করা। ৩. বড়দের সম্মান করা। ৪. সত্যি কথা বলা।
Question:ভালো মানুষের পাঁচটি গুণ উল্লেখ কর।
ভালো মানুষের বিভিন্ন গুণ থাকে। যেমন- ১. তিনি সকলের সাথে ভালো ব্যবহার করেন। ২. অন্যের ক্ষতি না করে উপকার করেন। ৩. সত্যি কথা বলেন। ৪. নিয়ম কানুন মেনে চলেন। ৫. কোনো মানুষকে কথা দিলে কথা রাখেন।
Question:কী কী কাজ না করলে আমরা ভালো মানুষ হব? পাঁচটি বাক্যে লেখ।
আমরা যেসব কাজ না করলে ভালো মানুষ হব তা হলো- ১. কখনও মিথ্যা কথা বলব না। ২. কারো সাথে খারাপ ব্যবহার করব না। ৩. মানুষকে অসম্মান করব না। ৪. কারও সাথে ঝগড়া করব না। ৫. কাউকে কটু কথা বলব না।