Question:খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কী?
Answer
খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম বড়দিন।
Question:খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কী?
খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম বড়দিন।
Question:কোন ধরনের শিশুদের শারীরিক ও মানসিক যত্নের প্রয়োজন? আমাদের মধ্যে যারা দেরিতে বোঝে তাদেরকে তুমি কীভাবে সাহায্য করবে তা চারটি বাক্যে লেখ।
বিশেষ চাহিদা-সম্পন্ন শিশুদের শারীরি ও মানিসিক যত্নের প্রয়োজন। যারা দেরিতে বোঝে তাদেরকে আমি যেভাবে সাহায্য করতে পারি- ১। যে পড়ার কম বোঝে তাকে পড়া বুঝিয়ে দেব। ২। শিক্ষক যখন ক্লাসে কোন কিছু লেখেন তখন তাকে তা দেখার জন্য সহায়তা করব। ৩। প্রয়োজনে তাকে খাতা, কলম দিয়ে লেখাপড়ায় সহায়তা করব। ৪। শিক্ষকের কথা বুঝতে অসুবিধা হলে ক্লাস শেষে তাকে বুঝিয়ে দেব।
Question:আমাদের দেশের মানুষের প্রধাম ধর্ম কয়টি? ইসলাম ধর্মের প্রধান দুটি ধর্মীয় উৎসবের নাম লেখ। এছাড়াও এ ধর্মের আরও দুটি উৎসবের নাম লেখ।
আমাদের দেশের মানুষের প্রধান ধর্ম ৪টি। ইসলাম ধর্মের প্রধান দুটি ধর্মীয় উৎসবের নাম হলো- ১. ঈদ-উল-ফিতর, ২.ঈদ-উল-আযহা। এছাড়াও এ ধর্মের আরও দুটি ধর্মীয় উৎসবের নাম হলো-১. শব-ই-বরাত, ২. শব-ই-ক্বদর।