1. Question:বিদ্যালয় কেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে? 

    Answer
    বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। কারণ আমরা অধিকাংশ সময় বিদ্যালয়ে কাটােই। এজন্য শ্রেণিকক্ষের চেয়ার-টেবিল সাজিয়ে রাখব। বিদ্যালয়ে আঙিনায় ফুল গাছ লাগাব ও পরিচর্যা করতে সাহায্য করব। খেলার মাঠের চারিদিকে গাছ লাগাব এবং যত্ন নেব। বিদ্যালয়ের সুনাম বাড়াতে আমাদেরকে অবশ্যই নিয়মিত লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।






    1. Report
  2. Question:পরিবারে কে কে থাকেন? 

    Answer
    পরিবারে মা-বাবা, ভাই-বোন থাকেন।






    1. Report
  3. Question:বাড়ির আঙিনায় তুমি কী লাগাবে? 

    Answer
    বাড়ির আঙিনায় গাছ লাগাব।






    1. Report
  4. Question:খাবার ও পানি এনে বাড়ির কোথায় রাখব? 

    Answer
    খাবার পানিএনে খাবার টেবিলে রাখব।






    1. Report
  5. Question:তুমি বিদ্যালয়ে কর এমন একটি কাজের উদাহরণ দাও। 

    Answer
    আমি বিদ্যালয়ে করি এমন একটি কাজের উদাহরণ হলো-
    আমি বিদ্যালয়ে পড়ালেখা করি।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd