1. Question:কোথায় প্রাকৃতিক পরিবেশ দেখা যায়? 

    Answer
    আমাদের চারপাশে যে প্রকৃতি রয়েছে তাতে প্রকৃতিক পরিবেশ দেখা যায়। যেমন- পশু, পখি, গাছ, ফুল, নদী, চন্দ্র, সূর্য ইত্যাদি।






    1. Report
  2. Question:সমাজ বলতে কী বোঝায়? 

    Answer
    একই এলাকায় বসবাসকারী সকল  মানুষ মিলেমিশে এক সাথে থাকাকে সমাজ বলে।






    1. Report
  3. Question:কোথায় প্রাকৃতিক পরিবেশ দেখা যায়? 

    Answer
    আমাদের চারপাশে যে প্রকৃতি রয়েছে তাতে প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। যেমন- পশু, পাখি, গাছ, ফুল, নদী, চন্দ্র, সূর্য ইত্যাদি।






    1. Report
  4. Question:সামাজিক পরিবেশের একটি উদাহরণ দাও। 

    Answer
    সামাজিক পরিবেশের একটি উদাহরণ হলো বিদ্যালয়।






    1. Report
  5. Question:আমরা কেন যানবাহন ব্যবহার করি? 

    Answer
    আমরা দূরে কোথাও যাওয়া কিংবা আসার জন্য ও পণ্য পরিবহনের জন্য যানবাহন ব্যবহার করি






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd