1. Question:কৃষির গুরুত্ব বর্ণনা কর। 

    Answer
    বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব অপরিসীম। আমাদের অর্থনৈতিক উন্নয়ন মূলত কৃষির উন্নয়নের ওপর নির্ভরশীল। তাই কৃষির উৎপাদন যত বাড়বে ততই জাতীয় ও মাথাপিছু উৎপাদন বাড়বে। এছাড়া খাদ্যের জোগান, শিল্প ক্ষেত্রে কাঁচামাল সরবরাহ কৃষিভিত্তিক স্থাপনে, বস্ত্রের সংস্থান, ঔষধ শিল্প প্রতিষ্ঠা, শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টি এবং সর্বোপরি সরকারি রাজস্ব বৃদ্ধিতে কৃষির গুরত্ব অনস্বীকার্য।






    1. Report
  2. Question:প্রাবসীরা কীভাবে অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা পালন করে? 

    Answer
    বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পেশায় র্মরত আছে । এসব মানুষের মধ্যে দক্ষতাসম্পন্ন মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশাজীবী যেমন আছে, তেমনি আছে দক্ষ শ্রমিক। কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা বৈদেশিক মুদ্রা আয় করছে এবং উপার্জিত মুদ্রার একটি অংশ দেশে পাঠাচ্ছে। প্রবাসীদের প্রেরিত এই অর্থে তাদের পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করছে। এভাবে প্রবাসিলা অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd