1. Question:উৎপত্তিগত দিক থেকে শব্দ কত প্রকার ও কী কী? 

    Answer
    উৎপত্তিগত দিক থেকে বাংলা ভাষার শব্দসমূহকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। যথা : 
    ১. তৎসম শব্দ
    ২. অর্ধ-তৎসম শব্দ, 
    ৩. তদ্ভব শব্দ,
    ৪. দেশি শব্দ
    ৫. বিদেশি শব্দ






    1. Report
  2. Question:অর্থ অনুসারে শব্দ কত প্রকার ও কী কী? 

    Answer
    অর্থ অনুসারে শব্দ তিন প্রকার। যথা:
    ১. যৌগিত শব্দ,
    ২. রূঢ়ি শব্দ,
    ৩. যোগরূঢ় শব্দ






    1. Report
  3. Question:বাক্য কাকে বলে? 

    Answer
    কতকগুলো শব্দ একত্র হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বাক্য বলে? যেমন : আমি এই স্কুলে পড়ি।






    1. Report
  4. Question:বাক্য কয় প্রকার ও কী কী? উদাহরণ দাও। 

    Answer
    বাক্য তিন প্রকার। যথা : ক. সরল বাক্য, খ. জটিল বাক্য ও গ. যৌগিত বাক্য।
    উদাহরণ :
    সরল বাক্য- সীমা স্কুলে যাচ্ছে।
    জটিল বাক্য- আমি জানতাম, সে জিতবেই।
    যৌগিক বাক্য- অনি পড়ছে এবং মনি লিখছে।






    1. Report
  5. Question:একটি বাক্যে কয়টি অংশ থাকে ও কী কী? বুঝিয়ে লেখো। 

    Answer
    একটি বাক্যে দুটি অংশ থাকে। যথা : উদ্দেশ্য ও বিধেয়। বাক্যে যার সর্ম্পকে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য এবং উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয তাকে বিধেয় বলে। যেমন: ছেলেরা মাঠে খেলছে। এ বাক্যটিতে ছেলেরা উদ্দেশ্য এবং মাঠে খেলছে বিধেয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd