1. Question:আব্বা-আম্মা খুশি থাকলে কী লাভ হয়? 

    Answer
    আব্বা-আম্মা খুশি থাকলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ সন্তুষ্ট থাকবেন। আমরা জান্নাত পাব।






    1. Report
  2. Question:সহপাঠীর অসুখ হলে কী করব? 

    Answer
    সহপাঠীর অসুখ হলে দেখতে যাব। সেবা করব। সাহস দেব। সান্তনা দেব।






    1. Report
  3. Question:সালাম বিনিময়ের বাক্যটি লিখ। 

    Answer
    সালাম বিনিময়ের বাক্যটি হলো-
    আসসালামু আলাইকুম।






    1. Report
  4. Question:সালামের জওয়াবে কী বলতে হয়? 

    Answer
    সালামের জওয়াবে- ‘ওয়া আলাইকুমুস সালাম’ বলতে হয়।






    1. Report
  5. Question:মেহমানের সাথে ভালো ব্যবহার করলে কী উপকার হয়? 

    Answer
    মেহমানের সাথে ভালো ব্যবহার করলে কী উপকার মেহমান খুশি হয়। মেজবানের সুনাম বাড়ে। মেজবান ও মেহমানের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। আল্লাহ খুশি হন।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd