Question:‘রব’ শব্দের অর্থ কী?
Answer
‘রব’ শব্দের অর্থ- পালনকারী।
Question:‘রব’ শব্দের অর্থ কী?
‘রব’ শব্দের অর্থ- পালনকারী।
Question:আল্লাহ তায়ালা আমাদের কীভাবে লালন পালন করেন?
আল্লাহ আমাদের লালন-পালনের জন্য সবকিছু সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে আলো, বাতাস, পানি দিয়ে বাঁচিয়ে রেখেছেন। শিশুর জন্মের আগেই মহান আল্লাহ মায়ের বুকে দুধের ব্যবস্থা করে রেখেছেন। নানা রকম ফল-ফসল, শাকসবজি খেয়ে আমরা বেঁচে থাকি। আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি ও পশুপাখির গোশত খাই। গরু, ছাগল আমাদের দুধ দেয়। হাঁস মুরগির ডিম আমাদের প্রিয় খাবার। নদীনালা, খালবিল থেকে আমরা অনেক মাছ পাই। এভাবে আল্লাহ আমাদের তাঁর সকল সৃষ্টির মাধ্যমে লালন-পালন করেন।
Question:আল্লাহ তায়ালা শিশুর জন্য কী ব্যবস্থা করেছেন?
শিশুর জন্মের আগেই মহান আল্লাহ মায়ের বুকে দুধের ব্যবস্থা করে রেখেছেন। মায়ের দুধের সাথে কোনো খাদ্যে কোনো তুলনা নেই। কারণ, মায়ের দুধে পানি, চিনি, ফিডার এসব কোনো কিছুই লাগে না। তৈরি করার ঝামেলাও নেই। তছাড়া তৈরি দুধের ভেজাল থাকতে পারে। কিন্তু মায়ের দুধ আল্লাহর দান।
Question:‘রাব্বুল আলামীন’ অর্থ কী?
রব অর্থ পালনকারী। আলামীন অর্থ সৃষ্টি জগৎ তাই ‘রাব্বুল আলামীন’ অর্থ সৃষ্টি জগতের পালনকারী। মহান আল্লাহ আলো বাতাস পানি দিয়ে আমাদের লালন-পালন করেন। আমাদের বেঁচে থাকার জন্য তিনি বিভিন্ন খাবারের ব্যবস্থা করে রেখেছেন। তিনি শুধু আমাদেরই নন। সকল সৃষ্টির পালনকারী।
Question:গাছপালা, শাকসবজি কী থেকে খাদ্য গ্রহণ করে?
গাছপালা, শাকসবজি খাদ্য গ্রহণ করে আলো, বাতাস ও মাটি থেকে। সূর্যের আলো থেকে গাছপালা শক্তি নেয়। বাতাস থেকে কার্ব ডাই অক্সাইড গ্রহণ করে। আর মাটি থেকে পানি ও খনিজ লবণ নেয়। এভাবে আলো, বাতাস ও মাটি থেকে গাছপালা, শাকসবজি খাদ্য গ্রহণ করে।