1. Question:মহানবি (স) এর কয়জন ছেলেমেয়ে ছিল? তাঁদের নামের একটি তালিকা তৈরি কর। 

    Answer
    মহানবি (স) এর চারজন ছেলেমেয়ে ছিল। ছেলে ও মেয়েদের তালিকা নিম্নে দেয়া হলো-
    ছেলেদের নাম:
    ১. হযরত কাসিম (রা);
    ২. আবদুল্লাহ (রা);
    ৩. হযরত তাইয়্যেব (রা);
    ৪. হযর ইবরাহীম (রা)।
    মেয়েদের নাম:
    ১. হযরত যয়নব (রা);
    ২. হযরত রুকাইয়া (রা);
    ৩. হযরত উম্মে কুলসুম (রা);
    ৪. হযরত ফাতিমা (রা)।






    1. Report
  2. Question:পাঁচজন নবি-রাসুলের নাম লিখ। 

    Answer
    পাঁচজন নবি-রাসুলের নাম :
    ১. হযরত মুহাম্মদ (স);
    ২. হযরত নূহ (আ);
    ৩. হযরত ইব্রাহীম (আ);
    ৪. হযরত সুলাইমান (আ);
    ৫. হযরত ইসমাঈল (আ)।






    1. Report
  3. Question:মহানবি (স)-এর হিজরতের পর মদিনার অবস্থা পাঁচ বাক্যে বর্ণনা কর। 

    Answer
    মহানবি (স)-এর হিজরতের পর মদিনার অবস্থা পাঁ৬ বাক্যে বর্ণনা করা হলো-
    ১. চুরি, ডাকাতি, মাামারি থাকল না।
    ২. অনেকে ইসলাম গ্রহণ করল।
    ৩. দুর্বলদের উপর অত্যাচার বন্ধ হলো।
    ৪. আল্লাহ তায়ালা সকল মুমিনের ওপর খুশি হলেন।
    ৫. ইসলামি সমাজ কায়েম হলো।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd