Question:আরব দেশের একটি প্রসিদ্ধ শহরের নাম কী?
Answer
আরব দেশের একটি প্রসিদ্ধ শহরের নাম মক্কা মুয়াজ্জমা।
Question:আরব দেশের একটি প্রসিদ্ধ শহরের নাম কী?
আরব দেশের একটি প্রসিদ্ধ শহরের নাম মক্কা মুয়াজ্জমা।
Question:মহানবি (স) এর মা কখন ইন্তেকাল করেন?
মহানবি (স) এর যখন ছয় বছর তখন তাঁর মা ইন্তেকাল করেন।
Question:মক্কা থেকে যাাঁ মদিনায় চলে যান তাঁদের কী বলা হয়?
মক্কা থেকে যাাঁ মদিনায় চলে যান তাঁদের মুহাজির বলা হয়।
Question:মহানবি (স) কাদের নিয়ে মদিনায় একটি ইসলামি সমাজ কায়েম করেন?
মহানবি (স) আনসার ও মাহুজিরদের নিয়ে মদিনায় একটি ইসলামি সমাজ কায়েম করেন।
Question:সব মানুষের আদি পিতা কে?
সব মানুষের আদি পিতা হযরত আদম (আলাইহিসসালাম)।