1. Question:মলির এবং রাজুর একত্রে ৮৫৮০ টাকা আছে । রাজুর অপেক্ষা মলির ৮৮০ টাকা কম আছে । মলি এবং রাজু প্রত্যেকের কত টাকা আছে ? 

    Answer
    সমাধান: মলির আছে (৮৫৮০ - ৮৮০) এর অর্ধেক টাকা 
                          = ৪০৫০ টাকা 
     প্রশ্নানুযায়ী, (৮৫৮০ - ৪৮০) `-:`২ = ৪০৫০ টাকা 
     রাজু অপেক্ষা মলির ৪৮০ টাকা কম আছে ।
     :. রাজুৃর আছে = ৪০৫০ + ৪৮০ = ৪৫৩০ টাকা 
     উত্তর: মলির আছে ৪০৫০ টাকা, রাজুর আছে ৪৫৩০ টাকা ।






    1. Report
  2. Question:৪টি কলমের মুল্য ৮০ টাকা । ১০টি কলমের মূল্য কত ? 

    Answer
    সমাধান: ৪টি কলমের মূল্য ৮০ টাকা 
       ‍১টি কলমের মুল্য (৮০ `-:`৪) টাকা = ২০ টাকা 
       ১০টি কলমের মুল্য (২০ `xx`১০) টাকা = ২০০ টাকা 
       উত্তর: ২০০ টাকা






    1. Report
  3. Question:একটি কারখানায় ৫ দিনে ২৪৫০টি মোটরসাইকেল তৈরী হয় । ৪ সপ্তাহে ওই কারখানায় কতটি মোটরসাইকেল তৈরী হবে ? 

    Answer
    সমাধান: ৫ দিনে মোটসাইকেল তৈরী হয় ২৪৫০টি 
              ১ দিনে মোটরসাইকেল তৈরী হয় (২৪৫০ `-:`৫টি = ৪৯০টি 
              ৪ সপ্তাহে বা ২৮ দিনে মোটরসাইকেল তৈরী হয় 
                                            (৪৯০ `xx`২৮)টি = ১৩৭২০টি 
       উত্তর: ১৩৭২০টি ।






    1. Report
  4. Question:মীনা ৪ মিনিটে ২০০ মিটার হাঁটে । আধা ঘন্টায় সে কত মিটার হাঁটতে পারবে ? 

    Answer
    সামধান: ৪ মিনিটে হাঁটে ২০০ মিটার 
              ১ মিনিটে হাঁটে (২০০ `-:`৪) মিটার = ৫০ মিটার 
            আধা ঘন্টা বা ৩০ মিনিটে হাঁটবে (৫০ `xx` ৩০) মিটার 
                                              = ১৫০০ মিটার 
     উত্তর: ১৫ মিটার ।






    1. Report
  5. Question:১. হিসাব কর : (৪২ -১৫) `-:`৯ + ২ 

    Answer
    সমাধান:    
     = ২৭ `-:`৯ + ২
                     = ৩ + ২
                     = ৫
     উত্তর: ৫






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd