1. Question:ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ হলো ভাজকের এব তৃতীয়াংশ । ভাজ্য কত ? 

    Answer
    সমাধান: 
         ভাজক ৭৮, ভাগফল ২৫ 
          ভাগশেষ হলো ভাজকের এক তৃতীয়াংশ 
          :. ভাগশেষ = ৭৮ `-:`৩ = ২৬ 
       আমরা জানি , ভাজ্য = ভাজক `xx`ভাগফল + ভাগশেষ 
                              = ৭৮ `xx`২৫ + ২৬ 
                              = ১৯৫০ + ২৬
                              = ১৯৭৬ 
       উত্তর: ১৯৭৬






    1. Report
  2. Question:ভাজ্য ৮৯০৩, ভাজক ৮৭ ভাগশেষ ২৯ । ভাগফল কত ? 

    Answer
    সমাধান: ভাজ্য ৮৯০৩, ভাজক ৮৭ এবং ভাগশেষ ২৯ 
      আমরা জানি, ভাগফল = (ভাজ্য - ভাগশেষ) `-:`ভাজক 
                                 (৮৯০৩ - ২৯) `-:`৮৭
                                 = ৮৮৭৪
                                 = ১০২ 
     উত্তর: ভাগফল ১০২






    1. Report
  3. Question:একটি কারখানায় ৭ দিনে ২৫২০টি সাইকেল তৈরী হয় । ওই কারখানায় ৩ সপ্তাহে কতটি সাইকেল তৈরী হবে ? 

    Answer
    সমাধান: আমরা জানি, ৭ দিন = ১ সপ্তাহ 
      ১টি কারখানায় ১ সপ্তাহে তৈরী হয় ২৫২০টি সাইকেল 
     :. ৩ সপ্তাহে তৈরী হয় ২৫২০ `xx`৩টি সাইকেল 
                                    = ৭৫৬০টি সাইকেল 
    উত্তর: ৭৫৬০টি সাইকেল ।






    1. Report
  4. Question:আয়েশা ৭২ টাকা ৩টি খাতা কিনল । ১২টি খাতা কিনতে তার কত টাকা লাগবে ? 

    Answer
    সমাধান: আয়েশা তিনটি খাতা কিনল ৭২ টাকায় 
        :. একটি খাতা কিনল (৭২ `xx`৩) টাকায় 
                               = ২৪ টাকায় 
      :. ১২টি খাতা কিনল (২৪ `xx`১২) টাকায় 
                            = ২৮৮ টাকায় 
        উত্তর: ২৮৮ টাকায়






    1. Report
  5. Question:যদি ৮ি কেজি পোলাওয়ের চাউলের মুল্য ৯৬০ টাকা হয়, তাহলে ৪৮০০ টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে ? 

    Answer
    সমাধান: ৮ কেজি পোলা্ওয়ের চালের মুল্য ৯৬০ টাকা 
         :. ১ কেজি পোলাওয়ের চালের মুল্য (৯৬০ ``-:৮) টাকা 
                                             = ১২০ টাকা 
            অতএব, ৪৮০০ টাকা দিয়ে কেনা যাবে 
                                                (৪৮০০ `-:`১২০) কেজি চাল 
                                                = ৪০ কেজি চাল ।
      উত্তর: ৪০ কেজি চাল ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd