1. Question:একটি মুদি দোকানে একটি খাতা ১৮ টাকায়, একটি পেনসিল ৮ টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকুনি ২৫ টাকায় বিক্রি হয় । আমরা ৪টি খাতা, ৮টি পেনসিল এবং ২টি জ্যামিতিক ত্রিকুনি কেনার সময় ৫০০ টাকা দিলে কত টাকা ফেরত পাবো ? 

    Answer
    সমাধান:
               ‍১টি খাতা বিক্রি হয় ১৮ টাকায় 
              :. ৮টি খাতা বিক্রি হয় (১৮ `xx`৪) টাকয়
                                       = ৭২ টাকায়  
               ১টি পেনসিল বিক্রি হয় ৮ টাকায় 
             :. ৮টি পেনসিল বিক্রি হয় (৮`xx`৮) টাকায় 
                                         = ৬৪ টকায় 
                 ১টি জ্যামিতি ত্রিকুনি বিক্রি হয় ২৫ টাকায় 
               :. ২টি জ্যামিতিক ত্রিকুনি বিক্রি হয় (২৫ `xx`২) টাকায় 
                                                    = ৫০ টাকায় 
                সুতরাং ৪টি খাতা, ৮টি পেনসিল এবং ২টি জ্যামিতিক ত্রিকোনি কিনতে লাগবে (৭২ + ৬৪ +    ৫০) টাকা  = ১৮৬ টাকা 
                জিনিসগুলো কিনে ৫০০ টাকা দিলে ফেরত পাব 
                                                                (৫০০ - ১৮৬) টাকা 
                                                                = ৩১৪ টাকা 
              উত্তর: ৩১৪ টাকা ।






    1. Report
  2. Question:জাহিদুল হাসান বাজার থেকে ৪০ কেজি চাল, ২৬৫ টাকায় সয়াবিন তেল এবং ৫৮৮ টাকার মাছ কিনলেন । প্রতি কেজি চালের মুল্য ৩৮ টাকা । তিনি দোকানদারকে ৩০০০ টাকা দিলেন । দোাকনদার তাকে কত টাকা ফেরত দিবেন ? 

    Answer
    সমাধান:
                ১ কেজি চালের মূল্য ৩৮ টাকা 
               :. ৪০ কেজি চালের মুল্য ( ৪০ `xx`৩৮) টাকা 
                                         = ১৫২০ টাকা 
                 চাল, সয়াবিন তেল এবং মাছের মুল্য একত্রে 
                                             (১৫২০ + ২৬৫ + ৫৮৮)  
                                             = ২৩৭৩ টাকা 
                 জাহিদুল হাসান দোকানদারকে ৩০০০ টাকা দিলেন । 
                 :. দোকানদার তাকে ফেরত দেবেন ( ৩০০০ - ২৩৭৩) টাকা 
                                                     = ৬২৭ টাকা 
      উত্তর: ৬২৭ টাকা ।






    1. Report
  3. Question:২টি গরু এবং ৩টি ছাগলের মূল্য ৪৫০৮০ টাকা । একটি ছাগলের মুল্য ৪৫৬০ টাকা । একটি গরুর মূল্য কত ? 

    Answer
    সমাধান:
              ১টি ছাগলের মুল্য ৪৫৬০ টাকা 
            :. ৩টি ছাগলের মুল্য (৪৫৬০ `xx`৩) টাকা 
                                  = ১৩৬৮০ টাকা 
            ২টি গরু এবং ৩টি ছাগলের মুল্য একত্রে ৪৫০৮০ টাকা 
                           ৩টি ছাগলের  মূল্য       ১৩৬৮০ টাকা 
            __________________________________
                            ২টি গরুর মুল্য           ৩১৪০০ টাকা  (বিয়োগ করে)
         :. ১টি গরুর মুল্য (৩১৪০০ `-:`২) টাকা 
                             = ১৫৭০০ টাকা 
      উত্তর: ১৫৭০০ টাকা ।






    1. Report
  4. Question:তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল । তারা ৬টি কলা , ৩টি কমলা ও ৯টি আম কিনল এবং মোট মুল্য ৩ জনে সমানভাবে ভাগ করে দিল । প্রত্যেকে কত টাকা করে দিল ? 

    Answer
    সমাধান: 
          ৬টি কলার মুল্য (১০ `xx`৬) টাকা = ৬০ টাকা 
          ৩টি কমলার মূল্য ( ১২ `xx`৩) টাকা = ৩৬ টাকা 
          ৯টি আমের মুল্য  ( ২৫ `xx`৯) টাকা = ২২৫ টাকা 
         :. ৬টি কলা, ৩টি কমলা ও ৯টি আমের মোট মুল্য 
                                       ( ৬০ + ৩৬ + ২২৫) টাকা 
                                       = ৩২১ টাকা 
            মোট মুল্য ৩ জনে সমান ভাবে ভাগ করে দিলে,
             প্রত্যেকে দিবে (৩২১ `-:`৩) টাকা = ১০৭ টাকা 
       উত্তর: ১০৭ টাকা ।






    1. Report
  5. Question:জালাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা । প্রতিমাসে তিনি ৩২২৫ টাকা বাড়িভাড়া এবং ৪৮৫০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন । অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা করেন । তিনি ৮ মাসে কত টাকা জমা করেন ? 

    Answer
    সমাধান: জালাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৪ টাকা ।
          প্রতিমাসে তিনি বাড়িভাড়া এবং অন্যা্ন্য জিনিস ক্রয়ে খরচ করেন 
           = (৩২২৫ + ৪৮৫০) টাকা 
             প্রতিমাসে তিনি ব্যাংকে জমা করেন (৮৭৬৫ - ৮০৭৫) টাকা 
                                                 = ৬৯০ টাকা 
             :. ৮ মাসে তিনি ব্যাংকে জমা করেন (৬৯০ `xx`৮) টাকা 
                                                    = ৫৫২০ টাকা 
        উত্তর: ৫৫২০ টাকা






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd