1. Question:জাহিদুল হাসান বাজার থেকে ৪০ কেজি চাল, ২৬৫ টাকার সয়াবিন তেল এবং ৫৮৮ টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য ৩৮ টাকা। তিনি দোকানদারকে ৩০০০ টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? 

    Answer
    ১ কেজি চালের মূল্য ৩৮ টাকা।
    `:.` ৪০ কেজি চালের মূল্য (৪০ x ৩৮) টাকা
    ১৫২০ টাকা
    চাল, সয়াবিক তেল এবং মাছের মূল্য একত্রে
    (১৫২০ + ২৬৫ + ৫৮৮) টাকা
    = ২৩৭৩ টাকা
    জাহিদুল হাসান দোকানদারকে ৩০০০ টাকা দিলেন।
    `:.` দোকানদার তাকে ফেরত দেবেন (৩০০০ - ২৩৭৩) টাকা
    = ৬২৭ টাকা
    উত্তর : ৬২৭ টাকা।






    1. Report
  2. Question:২টি গরু এবং ৩টি ছাগলের মূল্য ৪৫০৮০ টাকা। একটি ছাগলের মূল্য ৪৫৬০ টাকা। একটি গরুর মুল্য কত? 

    Answer
    ১টি ছাগলের মূল্য ৪৫৬০ টাকা
    `:.` ৩টি ছাগলের মূল্য (৪৫৬০ x ৩) টাকা
    = ১৩৬৮০ টাকা
    ২টি গরু এবং ৩টি ছাগলের মুল্য একত্রে ৪৫০৮০ টাকা
    ৩টি ছাগলের মূল্য ১৩৬৮০ টাকা
    ২টি গরুর মূল্য ৩১৪০০ টাকা (বিয়োগ করে)
    
    `:.` ১টি গরুর মূল্য (৩১৪০০ `-:` ২) টাকা
    = ১৫৭০০ টাকা।
    উত্তর: ১৫৭০০ টাকা।






    1. Report
  3. Question:তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী ৬টি কলা, ৩টি কমলা ও ৯টি আম কিনল এবং মোট মূল্য ৩ জনে সমানভাবে ভাগ করে দিল।প্রত্যেকে কত টাকা করে দিল? (কলা=১০ টাকা), (কমলা= ১২ টাকা), (আম= ২৫ টাকা) 

    Answer
    ৬টি কলার মূল্য (১০ x ৬) টাকা = ৬০ টাকা
    ৩টি কমলার মূল্য (১২ x ৩) টাকা = ৩৬ টাকা
    ৯টি আমের মূল্য (২৫ x ৯) টাকা = ২২৫ টাকা
    `:.` ৬টি কলা, ৩টি কমলা ও ৯টি আমের মোট মূল্য (৬০+৩৬+২২৫) টাকা
    = ৩২১ টাকা
    মোট মূল্য ৩ জনে সমান ভাবে ভাগ করে দিলে,
    প্রত্যেকে দিবে (৩২১ `-:` ৩) টাকা = ১০৭ টাকা
    উত্তর: ১০৭ টাকা।






    1. Report
  4. Question:জালাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা। প্রতি মাসে তিনি ৩২২৫ টাকা বাড়িভাড়া এবং ৪৮৬৫ টাকা। প্রতি মাসে তিনি ৩২২৫ টাকা বাড়িভাড়া এবং ৪৮৫০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি ৮ মাসে কত টাকা জমা করেন? 

    Answer
    জালাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা
    প্রতিমাসে তিনি বাড়ি ভাড়া এবং অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন 
    = (৩২২৫ + ৪৮৫০) টাকা
    = ৮০৭৫ টাকা
    প্রতিমাসে তিনি ব্যাংকে জমা করেন (৮৭৫০ - ৮০৭৫) টাকা
    = ৬৯০ টাকা
    `:.` ৮ মাসে তিনি ব্যাংকে জমা করেন (৬৯০ x ৮) টাকা
    = ৫৫২০ টাকা।






    1. Report
  5. Question:ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে ১৯৯৫০ টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা ২৪৫০ টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত? 

    Answer
    ফরিদা ও ফাতেমার বেতন একত্রে ১৯৯৫০ টাকা
    ফরিদা অপেক্ষা ফাতেমার বেতন বেশি ২৪৫০ টাকা
    ফরিদার বেতন (১৯৯৫০ - ২৪৫০) এর অর্ধেক টাকা।
    প্রশ্নানুযায়ী,
    (১৯৯৫০ - ২৪৫০) `-:` ২
    = ১৭৫০০ `-:` ২
    = ৮৭৫০ টাকা
    `:.` ফরিদার বেতন = ৮৭৫০ টাকা
    ফরিদা অপেক্ষা ফাতেমা ২৪৫০ টাকা বেশি পায়।
    অতএব, ফাতেমার বেতন (৮৭৫০ + ২৪৫০) টাকা
    = ১১২০০ টাকা।
    উত্তর: ফরিদার বেতন ৮৭৫০ টাকা, ফাতেমার বেতন ১১২০০ টাকা।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd