Question:(+ 21) - (- 10) ____ (- 31) + (- 11) ক. একটি সংখ্যা থেকে অপর সংখ্যার বিয়োগ করার অর্থ কী ? ২ খ. ফাকা ঘরের রাশিটির মান নির্ণয় কর । ৪ গ. ফাকা ঘরের কোন >, < বা = চিহৃ প্রযোজ্য । ৪
Answer
ক. একটি সংখ্যা থেকে অপর একটি সংখ্যা বিয়োগ করার অর্থ হলো,
প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্নক বিপরীত সংখ্যা যোগ করা ।
খ. ফাকা ঘরের বাম দিকের রাশি, (+ 21) - (- 10)
= (+ 21) + (10) []
= + 21 + 10
= + 31
গ. ফাকা ঘরের ডান দিকে রাশি, (- 31) + (- 11)
= - 31 - 11
= - 42
’খ’ হতে ফাকা ঘরের ডান দিকের রাশির মান + 31
যেহেতু + 31 > - 42
:. > চিহৃ প্রযোজ্য ।