Question:ভগ্নাংশ কাকে বলে?
Answer
কোন বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণি ব্যবহূত হয় তাকে ভগ্নাংশ বলে
Question:ভগ্নাংশ কাকে বলে?
কোন বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণি ব্যবহূত হয় তাকে ভগ্নাংশ বলে
Question:লব কাকে বলে?
ভগ্নাংশের ক্ষেত্রে দাগের ওপর যে সংখ্যা লেখা হয়, তাকে লব বলে
Question:30 থেকে 70 -এর মধ্যে মেীলিক সংখ্যাগুলো লেখ ।
30 থেকে 70 এর মধ্যে মেীলিক সংখ্যাগুলো হলো--- 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67
Question:সহমেীলিক জোড়া নির্ণয় কর । ক: 27, 54
ক. এখানে, `27 =1 xx 3 xx 3 xx 3` `54 = 1 xx 2 xx 3 xx 3 xx 3` লক্ষ করি, 27 এর গুণনীয়কগুলো 1, 3, 9, 27 এবং 54 এর গুণনীয়কগুলো 1, 2, 3, 6, 9, 18, 27, 54 দেখা যাচ্ছে, 27, 54 গুণনীয়কগুলো (3, 9 ও 27) আছে । সুতরাং 27 ও 54 সংখ্যাদ্বয় পরস্পর সহমেীলিক নয় ।
Question:সহমেীলিক জোড়া নির্ণয় কর । ২.খ. 63, 91
এখানে, `63 = 1 xx 3 xx 3 xx 7` `91 = 1 xx 7 xx 13` লক্ষ করি, 63 এর গুণনীয়কগুলো 1, 3, 7, 9, 21, 63 91 র গুণনীয়কগুলো 1, 7, 13, 91 দেখা যাচ্ছে 63 ও 91এর মধ্যে 1 ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক (7) আছে । সুতরাং 63 ও 91 সংখ্যাদ্বয় পরস্পর সহমেীলিক নয় ।