Question:ট্রাভেলিং ব্যাগে চাকা লাগানো হয় কেন? ব্যাখ্যা কর।
Answer ট্রাভেলিং ব্যাগে চাকা না থাকলে এটি টেনে নেয়ার সময় বিসর্প ঘর্ষণ বা পিছলানো ঘর্ষণের সম্মুখীন হতো। বিসর্প ঘর্ষণের তুলনায় আবর্ত ঘর্ষণের মান কম। তাই উচ্চমানের ঘর্ষণ এড়িয়ে সহজে টেনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ট্রাভেলিং ব্যাগে চাকা লাগানো হয়।
+ Report
trabhেling baage chaka lagano hoy ken? baakha karo.