1. Question:পরিবেশ কী ব্যাখ্যা কর? 

    Answer
    আমাদের চারপাশে রয়েছে বন্ধুবান্ধব, গাছপালা, পশুপাখি, মাটি, বায়ু, পানি, পাহাড়-পর্বত, সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি। চারপাশের এসব কিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ।






    1. Report
  2. Question:প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদানের নাম লেখ। 

    Answer
    প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদান হলো-
    ১. গাছপালা, ২. মাটি, ৩. পানি, ৪. বায়ু ও ৫. সুর্যের আলো।






    1. Report
  3. Question:প্রাকৃতিক এবং মানুষের তৈরি পরিবেশের মধ্যে তিনটি পাখ্যক্য লেখ। 

    Answer
    প্রাকৃতিক এবং মানুষের তৈরি পরিবেশের মধ্যে তিনটি পাখ্যক্য দেওয়া হলো:
    প্রাকৃতিক পরিবেশ:
    ১. প্রাকৃতিকভাবে তৈরি উপাদান নিয়ে এ পরিবেশ গঠিত।
    ২. মানুষের তৈরি পরিবেশের ওপর এটি নির্ভর করেনা।
    ৩. এ পরিবেশের উপাদান হলো মাটি, পানি, বায়ু, গাছপালা ইত্যাদি।
    
    মানুষের তৈরি পরিবেশ :
    ১. মানুষের তৈরি উপাদান নিয়ে এ পরিবেশ গঠিত।
    ২. প্রাকৃতিক পরিবেশের ওপর এটি নির্ভর করে।
    ৩. এ পরিবেশের উপাদান হলো ঘরবাড়ি, চেয়ার-টেবিল ইত্যাদি।






    1. Report
  4. Question:আমাদের চারপাশের সকল বস্তুকে কী বলা হয়? 

    Answer
    পরিবেশের উপাদান।






    1. Report
  5. Question:পরিবেশকে কয়টি ভাগে ভাগ করা যায়? 

    Answer
    দু’ভাগে ভাগ করা যায়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd